Translate

Boycott Bismillah - বাংলাদেশি হিন্দুদের ক্ষোব | Sojasapta2

Boycott Bismillah - বাংলাদেশি হিন্দুদের ক্ষোব Sojasapta2 Update News, Sojasapta 2
Poster pic


সনাতন ধর্মকে টার্গেট করে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মিয় সংস্কৃতি কটুক্তিমূলক মুভি বানানোয় বাংলাদেশি হিন্দুদের ক্ষোব।

বাংলাদেশি হিন্দুদের কাছে জানতে চাইলে তারা বলেন


'ইদানিং পশ্চিম বঙ্গের বর্তমান সরকার রাজনীতিতে টিকে থাকার জন্য 'সনাতন' ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করছে। আমরা তাদের এই কর্মকান্ডে খুবই ব্যাথিত। কারন দেশভাগ থেকে শুরু করে যুগ যুগ ধরে বর্তমানেউ আমরা নির্যাতিত হচ্ছি বিশেষ ধর্মের মানুষের নিকট কিন্তু পশ্চিম বঙ্গের কোনো মানবতাবাদী পরিচালককে দেখলাম না ইতিহাস ভিত্তিক সিনেমা বানাতে। অপরদিকে পৃথিবীর সকল জাতি ইহুদি,খ্রিষ্টান সকলেই নিজেদের উপর হওয়া অত্যাচারের ঐতিহাসিক সিনেমা বানিয়ে সবার মন কেড়েছে। শুধু তাই নয়, পুরোবিশ্ব তাদের উপর হওয়া অত্যাচারের ইতিহাস জানতে পেরেছে। আমরা জানি, একটি মুভি একটি জাতির ইতিহাস তুলে ধরতে ব্যাপক ভূমিকা রাখে। কিন্তু পশ্চিম বঙ্গের রাজনৈতিক ফ্লিম ইন্ডস্ট্রি টালিউড যেই পথে এগোচ্ছে তা খুবই হতাসাজনক।'

শুধু বাংলাদেশি হিন্দুরাই এই বক্তব্য দেয়নি। বিদেশে যারা প্রবাসী হিন্দু রয়েছেন, তাদের কাছে জানতে চাইলে তারাউ একই মন্তব্য করেন।

আরও বিস্তারিতঃ Boycott Bismillah


নিজের পকেটের টাকা খসিয়ে 'বিসমিল্লা' আর 'ধর্মযুদ্ধ' - মুভি দেখার কোনো ইচ্ছাই নাই। পকেটের পয়সা খরচ করে নিজের মাথায় বিকৃত সিনামার গল্প মনে রেখে মাথাটাকে আস্ত একটা ডাস্টবিনে পরিণত করতে কে চায়?
১) পশ্চিমবঙ্গে দাঙ্গা হাঙ্গামা হয়নি এমন নয়, কিন্তু 'গীতার শ্লোক আওড়ে কেউ বৃদ্ধ নারীর গলায় ছুড়ি বসাচ্ছে' এই অভিযোগ কোনোদিন কোনো অন্য ধর্মের মানুষও করে নি, করবেও না। বরং এর উল্টোটা আমাদের সাথে বার বার হয়েছে।

২) একজন কৃষ্ণভক্ত নারী, মুসলমান বাঁশিবাদকের মধ্যে কৃষ্ণকে দেখছে'। কিন্তু যারা কৃষ্ণভক্ত নারী তারা মীরার মতো। কৃষ্ণকে দেখে প্রেমে পড়ে যায়নি। কৃষ্ণকে ভক্তি করেছে।

ফিল্মের নাম 'বিসমিল্লাহ' দিয়ে কয়জন সত্যিকার মুসলিমকে সিনেমাহলে আনতে পারবেন তারা, সন্দেহ আছে! তারা আরও ধার্মিক, আপনাদের ফিল্ম দেখতে নিজেদের ঈমান আর পয়সা তারা নষ্ট করবে বলে মনে হয় না। কারো ধর্মীয় নির্দেশের থেকে টালিউডের ফিল্ম বেশি শক্তিশালী এমন ভাবার কোনো কারণ নেই।

যারা আপনাদের ফিল্ম দেখে, তাঁদেরই পয়সা নিয়ে তাদের সমাজকে, তাদের ধর্মকে অসম্মান করছেন? তারাই বা কেন দেখতে যাবে এসব জিনিস, নিজের পয়সা খরচ করে?
তবে, যারা এসব ফিল্মের সাথে যুক্ত, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, মানুষকে সেভিংস এ উৎসাহিত করার জন্য।

#boycottdharmajuddha
#boycottbismillah

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।