Translate

ভারত স্যাকুলার দেশ হয়েউ সালমান রুশদির বই নিষিদ্ধ | India is a secular country, banning Salman Rushdie's books

ভারত স্যাকুলার দেশ হয়েউ সালমান রুশদির বই নিষিদ্ধ | India is a secular country, banning Salman Rushdie's books


ভারত এমন একটা ‘হিন্দু রাষ্ট্র’ যে দেশে স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ হয়েছে ৩৩ বছর আগে! ভারতের হিন্দু কমরেড আর লিবারালদের কাছে ভারত অসহিষ্ণু হয়ে গেছে কিন্তু সে দেশে ৩৪ বছর আগে স্যাটানিক ভার্সেস যে শান্তির পায়রাদের দাবীতে বা ভয়ে নিষিদ্ধ হলো সেটা কি সহিষ্ণুতার নির্দশন ছিলো?

ভারত কেন রুশদির বই নিষিদ্ধ করতে গেলো? ভারত তো মুসলিম দেশ নয়। ভারত এমন দেশ যে দেশে একদিকে রামের পুজা হলে অপর প্রান্তে রাবণের পুজা হয়। এমন দেশে ৩৪ বছর ধরে কেন রুশদির বই নিষিদ্ধ থেকে গেলো? যে দেশে পিকে সিনেমা মুক্তি পেতে পারে সেদেশে স্যাটানিক ভার্সেস কেন নিষিদ্ধ থাকবে? ভারত সুকুমারী ভট্টাচার্যের বই যদি প্রকাশ করতে পারে তাহলে কেন রুশদির বই নিষিদ্ধ থাকবে? এই ভারতবর্ষ যদি মাইকেল মধুসূদনকে মেঘনাদবধ কাব্য লেখার স্বাধীনতা দিয়ে থাকে তাহলে কেন সে স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করে রাখবে?

পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী শিল্পীরা আমেরিকার ইরাক আক্রমন হলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পথে নেমে গরম করে ফেলে। ‘ইসলামফোবিয়ার’ বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী লেখক শিল্পীরা এখন রুশদির উপর হামলার পর সবাই গর্তের ভিতরে গিয়ে লুকিয়েছে।

কারণ রুশদির উপর হামলাকারী হাদি মাতার শান্তির ধর্মের অনুসারী! নূপুর শর্মাকে গ্রেফতারের দাবীতে কিন্তু ঠিকই শহর কোলকাতার শিল্পী লেখক বুদ্ধিজীবীরা সরব হয়েছিলো! কোলকাতা শহরে ফ্রান্সের প্রেসিডেন্টের ছবিতে জুতার বাড়ি পড়তে পারে, বাংলাদেশের ইসলামিক যুদ্ধপরাধীদের মুক্তির দাবীতে মিছিল হতে পারে- ফুরফুরা শরীফের সঙ্গে কমিউনিস্টদের বাসরঘর হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে রুশদি হত্যাচেষ্টার জন্য প্রতিবাদী হওয়া খুবই রিস্ক!


-সুষুপ্ত পাঠক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url