Translate

খুলনার পাইকগাছা উপজেলায় হিন্দু পরিবারের উপর অমানবিক হামলা | Inhuman attack on Hindu family in Paikgacha upazila

খুলনার পাইকগাছা উপজেলায় হিন্দু পরিবারের উপর অমানবিক হামলা | Inhuman attack on Hindu family in Paikgacha upazila


এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোঃ মোজাম কাগুজীর নেতৃত্বে এই অমানবিক হামলার ঘটনা ঘটেছে!

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, খুলনার জেলার পাইকগাছা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে ৯ নারীসহ ১২ জন আহত হয়েছে, এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে, ঘটনাটি রোববার সকালে লস্কর ইউনিয়নের ঠারুনবাড়ি চকগ্রামে, এ ঘটনায় থানা অভিযোগ হয়েছে।


উপজেলার লস্কর ইউপির ঠাকুরুন বাড়িরচক গ্রামের মৃত পঞ্চরাম সরদারের ছেলে রনজিৎ সরদারদের সাথে একই এলাকার মোজাম কাগুজীর সাথে প্রায় ১৫ বছর ধরে ১২ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে। আহত রনজিৎ সরদার জানান, আমাদের দখলে থাকা জমি রবিবার সকাল সাড়ে ৮টার দিকে অজিয়ার কাগুজীর ছেলে সুমন(৩৫), সোহাগ(৩২) ও মজিদ কাগুজীর ছেলে ভুট্টু কাগুজী (৫০) নেতৃত্বে ৩০/৪০ জন ওই জমি দখল নিতে যায়।



এসময় আমরা বাঁধা দিতে গেলে আমি সহ আমাদের পরিবারের জয়ন্তী রানী সরদার (৪৫) কুঞ্জু সরদার (৬০), যমুনা সানা(৩৮), মঙ্গল সানা(৪৫), শ্যামলী সরদার(৩৫), রামপ্রসাদ সরদার (৪৩) চুমকি সানা(২০), লতা সরদার(১৮), রুক্ষিনি সরদার (৫৫), শিউলী সরদার(৩৫), পারুল সরদার (৫৫)কে হাতুড়ী ও বাঁশের লাঁঠি দিয়ে পিটিয়ে আহত করে।


আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে, পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, 'আহত ১২ জনের মধ্যে জয়ন্তী রানীর অবস্থা আশঙ্কা জনক রযেছে'। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, 'মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে'।

আরও তথ্যঃ

Video          Image1        Image2        Image3     


Inhuman attack on Hindu family in Paikgacha upazila


According to local sources, this inhumane attack happened under the leadership of Md. Mojam Kaguji! According to the details of the incident, 12 people including 9 women were injured due to a land dispute in Paikgacha Upazila of Khulna District. The local residents rescued the injured and admitted them to the Upazila Health Complex. The incident took place on Sunday morning at Tharunbari Chakgram of Lashkar Union. Ranjit Sardar, son of Pancharam Sardar, son of deceased Pancharam Sardar of Thakurun Barinachak village of Lashkar UP, has been in dispute with Mojam Kaguji of the same area for about 15 years over 12 bigha of land. Injured Ranjit Sardar said, 30/40 people led by Ajiar Kaguji's son Suman (35), Sohag (32) and Majid Kaguji's son Bhuttu Kaguji (50) went to take possession of the land occupied by us. At that time we went to the barrier along with my family Jayanti Rani Sardar (45) Kunju Sardar (60), Jamuna Sana (38), Mangal Sana (45), Shyamli Sardar (35), Ramprasad Sardar (43) Chumki Sana (20), Lata Sardar (18), Rukshini Sardar (55), Shiuli Sardar (35), Parul Sardar (55) were beaten and injured with hammer and bamboo sticks. Local residents rescued the injured and admitted them to Paikgacha Hospital. The doctor on duty at Paikgacha Health Complex said, 'Jayanti Rani's condition is critical among the 12 injured'. Md Ziaur Rahman, Officer-in-Charge of Paikgacha Police Station said, "I sent the police to the spot after hearing the complaint about the assault, and legal action will be taken after investigation."

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।