একটা মাফিয়া ধর্ম কতখানি ডেডিকেটেড তার প্রমাণ সালমান রুশিদর উপর হামলা - Susupto Pathok
একটা মাফিয়া ধর্ম কতখানি ডেডিকেটেড তার প্রমাণ সালমান রুশিদর উপর হামলা। ৩৩ বছর আগে রুশদির বিরুদ্ধে যখন ইরানের মুল্লা খোমিনি মাথার দাম ৩০ লক্ষ ডলার ঘোষণা করে তখন গতকাল রুশদির উপর হামলা চালানো মুসলিম যুবকটির জন্মই হয়নি! কিন্তু মাফিয়া ধর্মের পারিবারিক ও সামাজিক যে রিলের দৌড়ের স্টিক বদল হয়ে বংশ পরম্পরা এগিয়ে যায় সে সিলসিলা অনুসরণ করেই সে রুশদির নাম জেনেছে আর মনে মনে তাকে খুন করার কথা ভেবেছে। রুশদি মাফিয়া ধর্ম অবমাননা করেছে তাকে হত্যা করে প্রতিশোধ নিতে হবে। এটাই তার শিক্ষা।
মাফিয়া কিতাবে বলা আছে ঘাড়ের উপর কোপ দাও। সে সেটাই করেছে। বিশ সেকেন্ডের মধ্যে বিশটি কোপ দিয়েছে। তাতে রুশদির একটি চোখ পুরোপুরি নষ্ট। তার পাকস্থলী ফুটো হয়ে গেছে। তবু আমেরিকান চমেস্কি চাচা রাতদিন ‘মাফিয়াফোবিয়া’ ‘মাফিয়া বিদ্বেষ’ জপ করতে থাকবে। মূল সমস্যাটা কিন্তু এখানেই। কিভাবে?
১৯৮৯ সালে সব রকম সভ্যতার তোয়াক্কা না করেই যখন মুল্লা খোমিনি রুশদিকে যে হত্যা করতে পারবে তাকে ৩০ লক্ষ ডলার দেয়া হবে’ ঘোষণা করল সেদিনই সভ্য ও অসভ্য এই দুটি পৃথিবীকে ভাগ করা উচিত ছিলো। কিন্তু এ দেশেীয় সলিম চাচাদের মুরব্বি চমেস্কি চাচারা সেটি হতে দেননি। রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ এর জাপানী অনুবাদক হিতোসি ইগারাসিকে হত্যা করা হয়। কারা হত্যা করেছিলো?
মাফিয়া ধর্মের লোকজন। রুশিদকে ৯০ দশকে ইতালির মিলানে হত্যা করার জন্য মাফিয়া সম্প্রদায় আক্রমন করে। এরপর ১৩ বছর রুশদি ছদ্মনামে চলাফেরা করেন! চিন্তা করেন ইংলেন্ড আমেরিকার মত ‘মত প্রকাশের স্বাধীনতার দেশে’ রুশদিকে ছদ্মনামে জীবন কাটাতে হয়েছে কাদের ভয়ে? মাফিয়া নোবিচির উম্মদদের ভয়ে!
কিন্তু রুশদির জীবনের তিনটি দশক এত কীর্তির পরও মাফিয়া ধর্মই বেনিফিসিয়ারী হয়েছে! তারা লাভ করেছে ভিকটিমের মর্যাদা! জোরেশোরে সলিম চাচাদের পৃষ্ঠপোষক চমেস্কি চাচারা প্রতিষ্ঠা করে ফেলেছেন যে মাফিয়ারা আমেরিকা ইউরোপে বর্ণবাদের শিকার! তাদের মত নিরহ নির্যাতিত আর কেউ নেই! অথচ আঠারো উনিশ শতকেই ভারতবর্ষে বই লেখার জন্য মাফিয়া সম্প্রদায় খুন করে বীরের মর্যাদা পেয়েছে! অতি সম্প্রতি নূপুর শর্মাকে খুন করতে চাওয়া একাধিক মাফিয়া সম্প্রদায় গ্রেফতার হয়েছে। নূপুর শর্মাকে সমর্থন করা মানুষদেরকে মাফিয়ারা খুন করে গেছে। স্যামুয়েল নামের ফ্রান্সের একজন শিক্ষককে মাফিয়া অনুসারী তাদের মাফিয়া গডফাদারের কার্টুন প্রদর্শনের অভিযোগে একইভাবে খুন করেছে। ভারতে নিপিড়ীত নির্যাতিত সংখ্যালঘু মাফিয়া সম্প্রদায় কয়েকবার তসলিমা নাসরিককে বই প্রকাশনি অনুষ্ঠানে রুশদির মত হত্যা চেষ্টা করেছে। ভারতের মাফিয়া নেতা আসাদউদ্দিন ওয়াসিস প্রকাশ্যে বলতে পারেন হিন্দুদের পিঠের ছাল তুলে ফেলবেন... তারপরও তারা দেড় হাজার বছর ধরে নিপীড়িত নির্যাতিত।
রুশদির বেঁচে যাবেন কিনা জানা নেই। হয়ত লেখার শক্তি হারিয়ে বেঁচে যাবেন! মিশরের নোবেল জয়ী লেখক (আরবীতে উপন্যাসের জনক) নাগিব মাহফুজকে ঠিক একইভাবে মাফিয়া সম্প্রদায় অনুসারীরা ছুরি মেরেছিলো আর নাগিব মাহফুজ বাকী জীবনের জন্য লেখালেখি করার ক্ষমতা হারান। নাগিব মাহফুজের অপরাধ ছিলো তিনি মিশরীয়দের পৌত্তলিক ফারাহদেরকে নিজেদের ঐতিহ্য ও পূর্বপুরুষ সেটি মনে করিয়ে দিতেন।
এতে ‘মাফিয়া জাতি’ চেতনা দুর্বল হয়ে যায়। তাই নাগিব মাহফুজ মাফিয়াদের টার্গেটে পড়ে যান। রুশদির উপর হামলার ৪৮ ঘন্টা পর থেকে মাফিয়া জাতীয়তাবাদী পোগতিশীল ও আন্তর্জাতিক বামাতী লিবারাল গোষ্ঠি আসবে রুশদির রক্তের দাগ মুছতে। আমেরিকাতে যে কিছুদিন পর পর বন্দুক হামলা হয় তার সঙ্গে রুশিদ ঘটনাকে গুলিয়ে ফেলে আমেরিকার সামাজিক অবক্ষয়ের সিলসিলা তৈরি করে রুশদির খুনি মাফিয়া অনুসারীকে আড়াল করা হবে। মাফিয়া আইডলজিকে আড়াল করতে মাফিয়া বুদ্ধিজীবীরা সব একজোট হবে। দুই একজন বিপথগামী মাফিয়ার জন্য সব মাফিয়াকে সন্ত্রাসী বলাটা মাফিয়া বিদ্বেষ! মাফিয়াদের কাপের বন্ধু অরুন্ধতী চমেস্কিরা দিস্তে দিস্তে লিখে ভরিয়ে ফেলবেন রুশদি আসলে কলোনিয়াল ও পোস্ট কলোনিয়াল পুঁজিবাদী আমেরিকান বুর্জোয়া হস্তক্ষেপের শিকার। এখানে মাফিয়াদের দোষী বা্নানোটা সহি মানবতা বিরোধী কাজ!
সুষুপ্ত পাঠকের লিংকঃ