১১ বছর বয়সী এক হিন্দু মেয়েকে ধর্ষনের পর হত্যা | An 11-year-old Hindu girl was killed after being raped
Note: On September 27, the body of Popi Sarkar, daughter of Digindra Sarkar of Panjarai area of Nabiganj upazila, was recovered from Sultanpur area of Prithimpasha union of Nabiganj upazila with a veil tied around her neck.
Later, on Tuesday night, Popi's father complained to the police station and filed a murder case with Surman Ali along with three others.
Surman Ali was arrested from Sultanpur area of Prithimpasha union of Nabiganj upazila. The arrested Surman is the son of Anjab Ali of that area.
Investigating officer SI Harunur Rashid said-
After Surman's arrest, preliminary interrogation revealed that he was involved in the murder.
#SaveHindus
#SaveBangladeshiHindus
২৭ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই এলাকার দিগিন্দ্র সরকারের মেয়ে পপি সরকার লাশ উদ্ধার হয় নবীগঞ্জ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায়।
পরে মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় পপির বাবা বাদী হয়ে সুরমান আলীসহ আরও তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নবীগঞ্জ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে সুরমান আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুরমান ওই এলাকার আনজব আলীর ছেলে।
তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশীদ বলেন-
সুরমানকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত বলে জানায়।