Hindu girls have to avoid Shankha, Sindur and give exams | Communal Violence | Bangladesh
হিন্দু মেয়েদের শাঁখা, সিঁদুর পরিহার করে পরীক্ষা দিতে হয়
নরসিংদীতে শাঁখা সিঁদুর পরার অপরাধে সাম্প্রদায়িক প্রতিহিংসার শিকার হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাঁচ জন হিন্দু মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী এবং সেই সাথে জোর পূর্বক শাঁখা ভেঙে সিঁদুর মুছে পরিক্ষার হলে প্রবেশ করতে বাধ্য করা ও লাঞ্ছিত করা হয়েছে।
নরসিংদীতে মাধ্যমিক পরিক্ষায় হিন্দু পরিক্ষার্থীদের শাঁখা সিঁদূর জোরপূর্বক পরিত্যাগের মাধ্যমে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য করছে মুসলিম শিক্ষিকা।
উক্ত ঘটনায় নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহমিনা নামের এক শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার এই অভিযোগটি উঠে যা এ সমাজ বহির্ভূত, নিন্দনীয় ও অত্যন্ত লজ্জাজনক।
সোমবার ১৯শে সেপ্টেম্বর মাধ্যমিক বোর্ড পরীক্ষা সময়ের আগে পরীক্ষা কেন্দ্রের গেটে তাহমিনা ম্যাডাম পাঁচ জন সনতনী মেয়েকে শাঁখা সিঁদূর পরিধান অবস্থায় পরীক্ষার হলে প্রবেশ করতে বাঁধা দান করেন।
এবং তাদের সাথে অস্বাভাবিক আচরন ও লাঞ্ছিত করেন। সনাতনী মেয়েদের বলা হয় কোন ভাবেই শাঁখা সিঁদূর পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তারপর তাদের আধা ঘন্টা অতিরিক্ত সময় আটকে রেখে শাঁখা ভেঙে দেওয়া হয় এবং সিঁদূর মুছে ফেলা হয়।
সেই সাথে তাদের সনাতনী ধর্মালম্বী হওয়ার অপরাধে বিভিন্ন ধরনের হয়রানি ও হেনস্থা করা হয়েছে।
Hindu girls have to avoid Shankha, Sindur and give exams
In Narsingdi, five Hindu girls from the minority community of Bangladesh are victims of communal violence for the crime of wearing Shankha, Sindur. Those who are secondary examinees as well as forcibly breaking the Shankha and removing the Sindur are forced to enter the examination hall. And with that they are assaulted.
In the said incident, the allegation of student harassment against a teacher named Tahmina of Narsingdi Government Girls High School, which is out of this society, reprehensible and very shameful.
On Monday, September 19, before the Madhyamik Board examination time, at the gate of the examination center, Madam Tahmina prevented five Sanatani girls from entering the examination hall while wearing shell green.
and misbehaved and abused them. Sanatani girls are told that under no circumstances will they be allowed to participate in the examination by reading Shankha Sindoor. Then they were detained for half an hour extra time. Then the shankha of the five students was broken and the sindur was removed.
Along with this, they have been subjected to various types of harassment and harassment for the crime of being traditionalists.