Translate

হবিগঞ্জে তিন শতাধিক পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ | More than three hundred places of worship in Habiganj are at risk

হবিগঞ্জে তিন শতাধিক পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ | More than three hundred places of worship in Habiganj are at risk


হবিগঞ্জ জেলায় তিন শতাধিক পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ বলে তথ্য পাওয়া গেছে। আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। 


তবে জেলার ৯ উপজেলায় ১৩৮ টি পূজামন্ডপকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়েছে প্রশাসন। জেলা গোয়েন্দা সূত্র বলছে, এ বছর হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলায় সার্বজনীন পূজামন্ডপের সংখ্যা ৬৭৩ টি। এ ছাড়াও ব্যক্তিগতভাবে আরো ২২ টি পূজা মন্ডপ রয়েছে। সার্বজনীন পূজামন্ডপের মধ্যে ১৩৮ টি অতি ঝুঁকিপূর্ণ,  ২০১ টি ঝুঁকিপূর্ণ ও বাকিগুলো সাধারণ। 


ঝুঁকিপূর্ণ,  অতিঝুঁকিপূর্ণসহ পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। 


জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সৈয়দ মোস্তফা খোয়াইকে বলেন, পূজা মন্ডপের আধিক্যের কারণে এতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা চ্যলেঞ্জ। তবে চেষ্টা থাকবে সকল মন্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করার। সার্বক্ষণিক অবস্থা মোকাবিলার প্রস্তুতি আমাদের থাকবে।


Information has been found that more than three hundred pujamandaps are dangerous in Habiganj district. The administration is making all kinds of preparations to maintain a peaceful atmosphere during the autumn Durga Puja, which will begin from October 1.


However, the administration has considered 138 places of worship in 9 upazilas of the district as very dangerous. According to district intelligence sources, this year the number of public worship places in 9 upazilas of Habiganj district is 673. Apart from this, there are 22 more private puja mandapas. Among the public places of worship, 138 are at high risk, 201 are at risk and the rest are normal.


It is said that there will be sufficient number of law and order forces deployed in the pooja mandapams including high risk and high risk.



District Intelligence Officer Syed Mustafa Khowai said that due to the abundance of puja mandap, it is a challenge to ensure safe security. However, efforts will be made to deploy adequate law and order forces in all Mandapams. We will be prepared to deal with the situation at all times.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।