Translate

বাংলাদেশে বসবাসরত হিন্দুদের জন্য সতর্কতামূলক পোষ্ট - Sojasapta2

বাংলাদেশে বসবাসরত হিন্দুদের জন্য সতর্কতামূলক পোষ্ট Sojasapta2 News,Sojasapta2, bangla post, warning post


বাংলাদেশের ছাত্র/ছাত্রী ও চাকুরিজীবী যারা আছেন তাদের অনুরোধ করছি। 


আপনারা মুসলিম ও হিন্দু  যেসব গ্রুপে কমবাইন্ড আছেন। সেসব গ্রুপে অহেতুক কোন কমেন্ট করবেন না। 


তাদের প্রতি রাগ-দ্বেষ থাকলেও ফেসবুকে লিখবেন না। সরাসরি কথা বলার চেষ্টা করবেন। 


ছাত্র/ছাত্রীরা যেসব কলেজ/ইউনিভার্সিটিতে আছেন আপনাদের অনেক গ্রুপ আছে সেগুলোতেও ধর্ম বিষয়ে কোনরূপ উগ্র মন্তব্য করবেন না। 


নিজের টাইমলাইনে অন্য ধর্ম বিষয়ে কোনরূপ উগ্র মন্তব্য করবেন না। 


ফেসবুকে অতি বীর না হয়ে বাস্তব জীবনে সবাইকে জ্ঞানার্জনে সহায়তা করুন। 


আপনি ও আপনার পরিবার বিপদে পড়লে বাহিরের দেশ থেকে উস্কে দেয়া আপনার দাদা/দিদিগণ আপনাকে কোন সাহায্যই করতে পারবে না। তাই তাদের কথায় কান না দিয়ে আপনার অবস্থান অনুযায়ী ব্যবহার করুন। 


আমাদের ধর্ম আমরা পালন করব যত পারি, পাশাপাশি সবাইকে উদ্ধুদ্ধও করব তবে সেটা আমাদের সনাতন গ্রুপ ও আমাদের সঠিক জায়গাতে। 


আশাকরি সবাই কথাগুলো বিবেচনা করবেন।


লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।