কবীর সুমন কি আদৌ ধর্মীয় কারনে নির্যাতিত হয়েছে | Has Kabir Suman been persecuted for religious reasons at all?
কবীর সুমন বাংলাদেশে এসে মিথ্যা কথা বলে গেছেন। তিনি কনসার্টে গান গাওয়ার ফাঁকে বলেছেন, তিনি মুসলমান হওয়ার কারণে ভারতে গালাগালির স্বীকার হয়েছেন। কিছু মানুষ তাকে এ জন্য ঘৃণা করে কারণ তিনি সুমন চট্টপাধ্যায় থেকে কবীর সুমন হয়েছেন।
সুমন চট্টপাধ্যায় থেকে কবীর সুমন হওয়ার পর এই গায়ক পশ্চিমবঙ্গে অজস্র কনসার্ট করেছেন।
- কোথাও কি কেউ তার কল্লা নিতে এসেছে?
- নাকি ধর্ম পরিবর্তন করার কারণে তার গানের টিকিট বিক্রি হয়নি?
কোনটাই ঘটেনি। কবীর সুমন রাজনীতিতে নেমেছিলেন এবং কিছুদিন আগে একটি মিডিয়ার সাংবাদিককে হিন্দুত্ববাদী মিডিয়ার লোক বলে কথ্য ভাষায় গালাগালি করেছিলেন। অর্খ্যাত কবীর সুমন নিজেই একজনকে ‘হিন্দুত্ববাদী’ হওয়ার কারণে বাপ-মা তুলে গালাগালি করেছেন। কবীর সুমন ধর্ম পরিবর্তন করার পর বাংলাদেশের নাস্তিক ব্লগারদের হত্যাকে সমর্থন করেছেন। এই লোকটা খুনকে সমর্থন করেছেন শুধুমাত্র চট্টপাধ্যায় থেকে কবীর সুমন হওয়ার পর! অথচ তিনি নিজে উল্টো ঘৃণার শিকার হওয়ার দাবী করেছেন। বিদেশে এসে নিজের দেশের একটি বিশেষ ধর্মের মানুষদের সাম্প্রদায়িক বলে দাবী করেছেন।
কমিউনিস্টদের নিষ্ঠুরতা, সাঁইবাড়ি হিন্দু পরিবার হত্যাকাণ্ড
কবীর সুমনের যেমন মুসলিমত্ববাদী হওয়ার অধিকার আছে তেমন করে যে কারোর হিন্দুত্ববাদী হওয়ার অধিকার আছে। একইভাবে যে কারোর নাস্তিক ও ধর্ম বিরোধী হওয়ার অধিকার আছে। কবীর সুমনের যেমন নবীর প্রশংসা করার অধিকার আছে তেমন করে তার নবীর সমালোচনা করারও অন্যের অধিকার আছে। কিন্তু কবীর সুমন সেই অধিকারকে স্বীকার করেন না। তিনি মনে করে তার নবীর সমালোচনাকারীদের কুপানোটা সঠিক হয়েছে। এরকম একজন খুনি মানসিকতার লোক বলছে তিনি হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে পশ্চিমবঙ্গে হিন্দুরা তাকে ঘৃণা করেছে! একটা মানুষ আর কত পঁচতে পারে? তার গানগুলি কি আর শোনার মত অবস্থায় সে রাখবে না?
Written by : সুষুপ্ত পাঠক