Translate

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী | Indian-origin Rishi Sunak is the new Prime Minister

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী Indian-origin Rishi Sunak is the new Prime Minister,ব্রিটেনে একজন ব্রিটিশ এশিয়ান রাজনীতিক


ভারতীয় বংশোদ্ভূত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। ফলে, এই প্রথম ব্রিটেনে একজন ব্রিটিশ এশিয়ান রাজনীতিক প্রধানমন্ত্রী হতে চলেছেন


ব্রিটেনর নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়ছেন তিনি। প্রথম ব্রিটিশ এশিয়ান এবং এক শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। লন্ডনের স্থানীয় সময় আজ সোমবার বেলা ২টায় তাঁকে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির। 


কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ঘোষণা করেন, দলের নতুন নেতা নির্বাচনে শুধু সুনাকের মনোনয়নপত্র পেয়েছেন তাঁরা। সে কারণে তাঁকে নতুন দলীয় প্রধান ঘোষণা করা হলো।


যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রী হন। গত বৃহস্পতিবার লিজ ট্রাস প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।


সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও হাউস অব কমন্সের স্পিকার পেনি মরডান্ট এই নির্বাচনে ঋষি সুনাকের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁরা দুজনই আজ প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।


দ্বিতীয় রাউন্ডেই সব থেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত ঋষি সুনক | Sojasapta2 


ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ও ব্যবসায়ী ঋষি সুনাক বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী ছিলেন। করোনার বিধিনিষেধ লংঘনসহ কয়েকটি ঘটনায় সমালোচনার মুখে পদত্যাগ করেন বরিস জনসন। এরপর তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও অর্থমন্ত্রী ঋষি সুনাক নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। 


দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত ধাপে এসে লিজ ট্রাসের কাছে হেরে যান ঋষি সুনাক। তবে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়ে যেসব অর্থনৈতিক নীতি নেন, তাতে যুক্তরাজ্যের মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি সামলে নিতে না পেরে তিনিও বিদায় নেন।


তাঁর বিদায়ে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতি ও রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের হাল ধরার দায়িত্ব পড়ল ঋষি সুনাকের কাঁধে।


ঋষি সুনাক ২০১৫ সালে রিচমন্ডের নর্থ ইয়র্কশায়ার থেকে প্রথমবার ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। পাঁচ বছরের কম সময়ে ২০২০ সালে দেশের অর্থমন্ত্রী হন তিনি। করোনাকালে অর্থনৈতিক চাপ সামলানোর জন্য প্রশংসা পেয়েছেন ঋষি সুনাক। ক্ষমতায় গেলে অর্থনীতির গতি ফেরাতে ও জনগণের করের বোঝা কমাতে চান তিনি।


Indian-origin former finance minister Rishi Sunak has been elected leader of Britain's ruling Conservative Party unopposed. As a result, this is the first time that a British Asian politician is set to become Prime Minister in Britain


The new Prime Minister of Britain is Rishi Sunak of Indian origin. He is creating a new history through this. He is the first British Asian and the youngest Prime Minister in a century. He was declared the leader of the ruling party Conservative Party (Tory) at 2 pm local time in London today. BBC news.



Sir Graham Brady, chairperson of the Conservative Party's 1922 Committee, announced that they had only received Sunak's nomination papers for the election of the party's new leader. That is why he was announced as the new party chief.


In the UK, the leader of the ruling party becomes the Prime Minister. After Liz Truss resigned as prime minister and party leader last Thursday, the process of electing a new leader of the Conservative Party began.


দ্বিতীয় রাউন্ডেই সব থেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত ঋষি সুনক | Sojasapta2 


Former Prime Minister Boris Johnson and Speaker of the House of Commons Penny Mordant were rivals of Rishi Sunak in this election. Both of them withdrew from the contest for the Prime Minister's election today.


Indian-origin politician and businessman Rishi Sunak was the finance minister in the Boris Johnson government. Boris Johnson resigned in the face of criticism in several incidents including violation of corona restrictions. His government's foreign minister Liz Truss and finance minister Rishi Sunak then competed to become the new prime minister.




Rishi Sunak lost to Liz Truss in the final stage of party leader election. However, the economic policies that Liz Truss took as Prime Minister caused instability in the UK currency market. Unable to handle the situation, he also left.


With his departure, Rishi Sunak's responsibility fell on the shoulders of the United Kingdom amid the economic and political turmoil caused by the Russia-Ukraine war.


Shivrupi shivrupi history hindu শিবরুপি
ইতিহাস পড়তে ক্লিক করুন

Rishi Sunak was elected to the British Parliament for the first time in 2015 from Richmond, North Yorkshire. In less than five years, he became the finance minister of the country in 2020. Rishi Sunak has been praised for handling the economic pressure during the Corona crisis. If he comes to power, he wants to speed up the economy and reduce the tax burden of the people.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।