কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে গুলি করে হত্যা জিহাদীদের, গুলিবিদ্ধ ওই পরিবারের আরও এক জন | Kashmiri Pandit
এর আগেও ব্যাঙ্ককর্মী কাশ্মীরি হিন্দু পণ্ডিত এক খুন করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে। তিন দিন আগে বিহারের এক পরিযায়ী শ্রমিককেও হত্যা করে জিহাদীরা।
জিহাদীদের গুলিতে এক কাশ্মীরি হিন্দু পণ্ডিতের মৃত্যু হল জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। এই কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়। জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন ওই নিহত কাশ্মীরি পণ্ডিতের পরিবারের আরেক সদস্য। সাম্প্রতিক অতীতে এই নিয়ে দ্বিতীয়বার হামলা হলো কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের উপর। এর আগে জুন মাসেই কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ভুক্ত এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছিল জিহাদী জঙ্গিরা।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সোপিয়ানের চিতপোরা এলাকায়। একটি আপেল বাগিচায় জিহাদী জঙ্গিরা হামলা চালায় কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের দুই সদস্যের উপর। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তাঁদের মধ্যে এক জন। গুরুতর জখম হওয়া অন্যজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আপাতত হামলাস্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ। টুইটারে কাশ্মীর পুলিশ লিখেছে, খুব শীঘ্রই পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে জানাবে।মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত হামলাকারীদের খোঁজ পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।
#Terrorists fired upon civilians in an apple orchard in Chotipora area of #Shopian. One person died and one injured. Both belong to minority community. Injured person has been shifted to hospital. Area #cordoned off. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 16, 2022
এই ঘটনার পরই সোপিয়ানে নিরাপত্তা বাড়িয়েছে সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহ ধরেই উপত্যকায় পর পর জিহাদী জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। রবিবার নাওহাটায় পুলিশবাহিনীর এক সদস্যের জিহাদী জঙ্গি হামলায় মৃত্যু হয়। তিন দিন আগে বিহার থেকে কাশ্মীরে কাজ করতে আসা এক পরিযায়ী শ্রমিককেও বান্দিপোরায় গুলি করে হত্যা করে জঙ্গিরা। বিহারের ওই নিহত পরিযায়ী শ্রমিকের বয়স ২০ নাম আমরেজ। পুলিশকে আমরেজের ভাই জানান, রাত সাড়ে ১২টা নাগাদ যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখনই গুলির আওয়াজ শুনতে পান।
গত এক বছরে আমরেজ চতুর্থ ভিন রাজ্যবাসী, যাকে খুন করল জিহাদী জঙ্গিরা। এ ছাড়াও এ বছরেই ১৪ জন কাশ্মীরের নাগরিকের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়।
Earlier, a Kashmiri Hindu Pandit, a bank worker, was murdered in Jammu and Kashmir. Jihadis also killed a migrant worker in Bihar three days ago.
A Kashmiri Hindu scholar was killed by jihadists in Shopian, Jammu and Kashmir. These Kashmiri Pandits are a Hindu minority community in Kashmir. Another family member of the slain Kashmiri Pandit was injured in the attack by the militants. This is the second attack on Kashmiri Hindu scholars in the recent past. Earlier in June, a bank manager belonging to the Kashmiri Pandit community was shot dead by Jihadi militants.
The incident took place on Tuesday morning in Chitpora area of Shopian. Two members of the Kashmiri Pandit community were attacked by jihadi militants in an apple orchard. One of them died on the spot in the firing of the militants. Another person was taken to hospital with serious injuries. Police have cordoned off the scene of the attack. The Kashmir police wrote on Twitter that they will inform about the next course of events very soon. According to police sources, the attackers were not found till 1:30 pm on Tuesday.
The army has increased security in Shopian after this incident. In the past few weeks, there has been a spate of Jihadi terrorist attacks in the valley. A member of the police force was killed in a jihadist attack in Naohata on Sunday. Three days ago, a migrant worker who had come to work in Kashmir from Bihar was also shot dead by militants in Bandipora. The deceased migrant worker of Bihar is 20-year-old Amrej. Amrej's brother told the police that around 12:30 am, when he was sleeping, he heard gunshots.
Amrez is the fourth foreign national killed by jihadi militants in the last one year. Apart from this, 14 Kashmiri citizens have died in terrorist attacks this year.