পিরোজপুরে সংখ্যালঘু হিন্দু মেয়েকে অপহরন ও নির্যাতন | Kidnapping and torture of a minority Hindu girl in Pirojpur
পিরোজপুর জেলার আওয়াতাধিন ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা শুধাংসু মিস্ত্রির মেয়ে শ্রীমতি ইতি রানী মিস্ত্রী কে ৮ দিন যাবত আটকে রেখে মোঃ বশির মুন্সি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা সম্ভাব হলেও বর্তমানে গুরুতর অসুস্থ মেয়েটি ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়ঃ
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা শুধাংসু মিস্ত্রির মেয়ে শ্রীমতি ইতি রানী মিস্ত্রী (১১-১০-২০২২ তারিখ) পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে আনুমানিক দুপুর ২টার দিকে নিখোঁজ হয়। স্থানীয় কিছু লোকজনের মাধ্যমে ১৯-১০-২০২২ তারিখ উদ্ধার হয়।
ভিক্টিমকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডাক্তার বলেছে তার অবস্থা খুবই খারাপ। তাকে চেতনা নাশক ঔষধ খাওনা হয়েছে এবং তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে এবং একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে।
নামঃ ইতি রানি মিস্ত্রি
পিতাঃ শুধাংসু মিস্ত্রি
মাতাঃ গোলাপি রানি
গ্রামঃ দক্ষিণ ভান্ডারিয়া
জেলাঃ পিরোজপুর।
বিশেষ দ্রষ্টব্যঃ মামলার কপিতে এই ঘটনায় জড়িতদের বিস্তারিত নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে। এদের বিষয়ে কেউ যদি কোন খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিকটস্থ থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিবেন। এই সমাজ বিরোধীদের ধরিয়ে দিতে আপনারা যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করুন।
-- Google Translation --
Mohabshir Munshi physically and mentally tortured Ms. Iti Rani Mistry, daughter of Shudhangsu Mistry, a resident of Awatadhin Bhandaria upazila in Pirojpur district, for 8 days. Although the girl was rescued with the help of locals, she is currently undergoing treatment at Bhandaria Hospital.
The details of the incident are as follows:
Mrs. Iti Rani Mistry (dated 11-10-2022), daughter of Shudhangsu Mistry, a resident of Bhandaria upazila of Pirojpur district, went missing around 2:00 pm on her way back home from her examination. 19-10-2022 was recovered through some local people.
The victim was admitted to Bhandaria Upazila Health Complex. Doctor said his condition is very bad. She was drugged and physically and mentally tortured and raped several times.
Name: Iti Rani Mistry
Father: Shudhangsu Mistry
Mother: Golapi Rani
Village: South Bhandaria
District: Pirojpur.
Special Note: The copy of the case contains the detailed names and addresses of those involved in the incident. If anyone has any information about them, then definitely inform the law enforcement forces of the nearest police station. To hand over these anti-social elements, please cooperate fully from your position.