চাকরি হারানো শ্যামা আবারো চাকরি ফিরে পেলো | Shyama who lost his job regained his job again
ফেসবুকে প্রতিবাদ ও সমালোচনার পর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে স্থায়ীভাবে মিসেস শ্যামা সাহাকে নিয়োগ দিয়েছেন সিইও, ডক্টর মোহাম্মদ শফিক।
সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বুস্ট এডুকেশন সার্ভিসের সিইও সবার কাছে ক্ষমাপ্রার্থী। বুস্ট এডুকেশন সার্ভিসের সিইও ডঃ মোহাম্মদ শফিক ঘটনাটি তদন্ত করেছেন। তিনি এইচআর এবং মিসেস শ্যামা সাহার মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টি চিহ্নিত করেছেন। দুর্ভাগ্যবশত, এইচআর স্পষ্ট ন্যায্যতা এবং কর্মক্ষমতা পর্যালোচনা ছাড়াই মিসেস শ্যামা সাহাকে বরখাস্ত করেছেন।এছাড়াও,দুর্গা পূজার ছুটি দেওয়ার সাথে মিসেস শ্যামা সাহার বরখাস্ত হওয়ার কোনো সম্পর্ক ছিল না এবং আমাদের সংগঠনে কোনো বৈষম্য নেই। মিসেস শ্যামা সাহা এবং বুস্ট এডুকেশন সার্ভিস,ঢাকা শাখার উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সংঘটিত স্পষ্ট ভুল বোঝাবুঝির বিষয়টি নিশ্চিত করেছেন। বুস্ট এডুকেশন সার্ভিস বাংলাদেশ শাখায় নতুন এইচআর ম্যানেজার নিয়োগ করা হয়েছে।
বুস্ট এডুকেশন সার্ভিসে ধর্মীয় সাম্প্রদায়িক বা বৈষম্য সংক্রান্ত কোনো সমস্যা ছিল না। বুস্ট এডুকেশন সার্ভিস যে অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করে যার অনন্য উদাহরণ "দুর্গোৎসব ম্যাগাজিন লন্ডন ২০২২। বুস্ট এডুকেশন সার্ভিস প্রতিষ্ঠানের সকলের সাথে সমান আচরণ করে।
মিসেস শ্যামা সাহার ফেসবুক ওয়াল থেকে 👇
বুস্ট এডুকেশন সার্ভিস একটি প্রতিষ্ঠিত ও সুনামধন্য এডুকেশন সার্ভিস প্রোভাইডার। দীর্ঘ ১ দশক ধরে তারা সুনামের সাথে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। আমি শ্যামা সাহা, বুস্ট এডুকেশান সার্ভিস এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। পুজার আগে আমার সাথে পুজার ছুটি নিয়ে যে ঘটনাটি ঘটেছিলো সেটা আসলে এক ধরনের মিস আন্ডারস্টান্ডিং। তৎকালিন এইচ আর ও বুস্ট এডুকেশন সার্ভিস এর হায়ার অথরিটির সাথে একরকমের স্বমন্যয়হীনতার কারণে আমার কাছে এক ধরনের ভুল ম্যাসেজ আসে। যে কারনে উক্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে বুস্ট এডুকেশন সার্ভিসের সি ই ও জনাব ডা মোহাম্মদ শফিক সাহেব সকলের কাছে দু:খ প্রকাশ করে বলেন, " ঘটনাটি আসলে এইচ আর এর ভুল তথ্য প্রদানের কারনে সৃষ্টি হয়েছে, যা একধরনের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। আমরা পরিস্থিতির সমাধান করেছি ও শ্যামা সাহা কে তার পদে পুর্নরবহাল করছি। বুস্ট এডুকেশন সার্ভির তার সফলতা কামনা করছে"।
আসলে এক এখানে উল্লেখ্য যে বুস্ট এডুকেশন সার্ভিস সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং এটি এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারা আমাকে স্থায়ী ভাবে আবার নিয়োগ দিয়েছেন এবং আমিও অত্যন্ত আনন্দের সাথে আবার জয়েন করছি। তাই এতোদিন যারা আমার সাথে ছিলেন তাদের ধন্যবাদ ও পাশাপাশি অনুরোধ করছি যেহেতূ এটা একধরনের ভুলবোঝাবুঝির কারনে তৈরি হয়েছিলো তাই ঘটনাটি এখানেই শেষ হোক, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমাকে সহযোগিতা করার জন্য। আমি বুস্ট এডুকেশন সার্ভিস ও দেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই।