চট্টগ্রামের আনোয়ারায় মন্দিরের প্রনামী বাক্স চুরি | Pronami box stolen from temple in Chittagong's Anwara
গত ১ নভেম্বর মঙ্গলবার রাতে চট্টগ্রাম-আনোয়ারা উপজেলার দক্ষিণ শোলকাটা বেচারাম দত্ত বাড়ীর দূর্গা ও শিব মন্দিরের তালা কেটে দুইটি প্রনামী বক্স চুরি করে নিয়ে গেছে। রাত আনুমানিক ২/৩ টার দিকে চুরির এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেতেছে এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান:
সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখতে পাই মন্দিরের তালা কেটে ঝুলিয়ে রেখেছে এবং মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের প্রনামী বক্স নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে কেউ সঠিক বলতে পারেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাসান বলেন:
আমরা চুরির খবর পেয়েই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠায়। ইতিমধ্যে মন্দিরে থাকা দুইটি সিসি ক্যামেরার ফুটেজ ও বাজারের একটা সিসি টিভির ফুটেজ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Last Tuesday night on November 1, two pranami boxes were stolen by cutting the lock of the Durga and Shiva temple in Becharam Dutta Bari, South Shoalkata of Chittagong-Anwara Upazila. Locals initially believed that this incident of theft happened around 2/3 am.
Local residents said:
I woke up in the morning and found the lock of the temple hanging and went to the temple to find that there was no pronami box in the temple. No one could say exactly who stole it. Police visited the spot.
Officer-in-charge of Anwara police station Mirza Md Hasan said:
As soon as we get the information about the theft, we send a police team to the spot to take necessary action. In the meantime, I will take out the footage of the two CCTV cameras in the temple and the footage of a CCTV TV in the market and take necessary measures.