Translate

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রের ব্যাগ থেকে পাওয়া গেলো খেলাধুলার যন্ত্রপাতি - পড়ুন Sojasapta2 News

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রের ব্যাগ থেকে পাওয়া গেলো খেলাধুলার যন্ত্রপাতি - পড়ুন Sojasapta2 News

নারায়ণগঞ্জে একটি পার্কে অভিযান চালিয়ে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় পাঁচজন কিশোরকে আটক করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরার নেতৃত্বাধীন একটি দল। এ সময় অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রের ব্যাগে মিলেছে পাঁচটি কনডম। এ ঘটনায় তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।


মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ফতুল্লা পঞ্চবটির অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে এ অভিযান চালানো হয়।


জানা গেছে, বিকেলে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ঘোরাফেরা করছিলেন ওই পাঁচ কিশোর। তাদের দেখে পার্ক কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের ব্যাগ তল্লাশি করেন। তল্লাশিতে তাদের ব্যাগে স্কুলড্রেস পাওয়া যায়। এ সময় ৮ম শ্রেণিপড়ুয়া এক ছাত্রের ব্যাগে পাঁচটি কনডম পাওয়া যায়। স্কুলড্রেস পরে পার্কে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারা টি-শার্ট পরে প্রবেশ করেন। 


এ ঘটনায় তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, স্কুল চলাকালীন শিক্ষার্থীরা পার্কে আসতে পারবেন না। সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। ছাত্রের ব্যাগে কনডম পাওয়া আসলেই বিস্ময়কর। স্কুলশিক্ষক ও অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছি।


আরও যোগঃ 

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। এর মধ্যে 'মানবিক' মন্যব্যই বেশি ছিলো। এই মন্তব্য গুলি আমাদের এই নিউজ পোর্টালে তুলে ধরা হলোঃ 

  • হয়তো খুব অসহায় তারা। এজন্য এগুলো বিক্রি করে পড়ালেখার খরচ চালায়। 
  • ছোট মানুষ বেলুন মনে করেছিলো। 
  • সরকারই তো বলছে ২ টার বেশি নয়,একটা হলে ভালো হয়।
  • ছেলে আমার বড়ো হবে,লোকে বলবে সে কথা,হবে মানুষের মতো মানুষ এক...পার্কে বেলুন ফুলাইতে এনে ছিলো। 
  • সে অবশ্য ঠিক কাজই করতে চাইছিলো, জনসংখ্যা বৃদ্ধি হবে না আরকি। 
আপনাদের 'মানবিক' মন্তব্য থাকলে আপনারা নিচের কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন। 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।