ভারতীয় পাসপোর্টে ৫৯ দেশে বিনা ভিসা যেতে পারেন ভারতীয়রা, দেখে নিন সেই তালিকা
![]() |
India Passport Image |
বিলভিয়া, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, ইথিওপিয়া, গিনিয়া বিসাউ, গায়না, ইন্দোনেশিয়া, জর্ডন, কোনিয়া, লাওস, মাদাগাস্কার, মলদ্বীপ, মাদাগাস্কার, মৌরিতোনিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সামোয়া মতো দেশে পাওয়া যাবে ভিস অন অ্যারাইভ্যালের সুবিধা:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে জাপানিদের দখলে। এই পাসপোর্টের বলে জাপানিরা দুনিয়ার ১৯৩ দেশে বিনা ভিসায় ঢুকতে পারবেন। এরকমই একটি তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। ওই তালিকায় উপরের দিকে রয়েছে জাপান, জার্মানি, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। সেই তালিকায় ভারতের স্থান ৮৩। এর ফলে ভারত দুনিয়ার ৫৯টি দেশে বিনা পাসপোর্টে যেতে পারবেন ভারতীয়রা।
অন্টার্টিকা, ভুটান, ডমিনিকা, এল সালভাডোর, ফিজি, গ্রানাডা, হাইতি, জামাইকা, জেজু (দক্ষিণ কোরিয়া), মরিসাস, মাইক্রোনেসিয়া, নেকাল, সেন্ট কিটস, সেন্ট ভিনসেন্ট, সেনগাল, ভালবার্ড, সুরিনাম, তিনিদাদ অ্য়ান্ড টোবাগো, ভানুয়াতু, হংকং, কিস আইল্যান্ড, ম্যাকাউ, প্য়ালেস্টাইন, ব্রিটিশ ভার্জিন আইল্য়ান্ড, মন্টেসাটো, কুক আইল্যান্ড, পিটক্রেন আইল্য়ান্ড, নর্দান সাইপ্রাস, সার্বিয়া, সাউথ অসেটিয়া, ট্রান্সনাসিয়া, টিউনিসিয়া, সোমলমাইল্য়ান্ড।
বলিভিয়া, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, ইথিওপিয়া, গিনিয়া বিসাউ, গায়না, ইন্দোনেশিয়া, জর্ডন, কোনিয়া, লাওস, মাদাগাস্কার, মলদ্বীপ, মাদাগাস্কার, মৌরিতোনিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সামোয়া, সিসিলাস, সোমালিয়া, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড।
জাপান-১৯৩(ভিসা ফ্রি) দেশ।
সিঙ্গাপুর-দক্ষিণ কোরিয়া-১৯২(ভিসা ফ্রি) দেশ।
জার্মানি ও স্পেন-১৯০ দেশ।
ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ-১৮৯ দেশ।