Translate

অধিক সন্তান জন্ম দিয়ে কাফেরদের আতঙ্কিত করুন, জন্ম নিয়ন্ত্রণ হারাম: মুফতি ইব্রাহিম

অধিক সন্তান জন্ম দিয়ে কাফেরদের আতঙ্কিত করুন, জন্ম নিয়ন্ত্রণ হারাম
মুফতি ইব্রাহিম

৩ মার্চ ২০২০ BDnews24us ডেস্ক রিপোর্ট

মুফতি কাজী ইব্রাহিমের ওয়াজের মাফিলের একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে তিনি বলছেনঃ জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করার অর্থ সন্তান খুন করা। একাধিক সন্তান জন্ম দিলে তাদেরকে খাওয়ানোর দায়িত্ব আল্লার। তিনি নিজে ১১টি সন্তান জন্ম দিয়েছেন, বাকিদেরকেও সেই পথ অনুসরণ করতে বলেছেন।


অধিক সন্তান সন্তান জন্ম দিয়ে ভারত,ইউরোপ দখল করে নেওয়ার স্বপ্নে বিভোর এই ইসলামিক বক্তা। তার ওয়াজ গুলোতে প্রায়শ দেখা যায় অবৈজ্ঞানিক তত্ত্বের ছড়াছড়ি। পুরুষদের টেস্টোস্টেরন উৎপাদন হয় পায়ের গোড়ালি থেকে, রাত ৯টার পর ঘরের লাইট জ্বালানো থাকলে ক্যান্সার হয়, মাটির নিচে আরও ৭টা পৃথিবী আছে, যেখানে হিটলার লুকিয়ে আছে ইত্যাদি।

দেশের বুদ্ধিহীন অশিক্ষিত জনগণ এমন বক্তাদের ওয়াজে বিভ্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে রাষ্ট্রীয় পদক্ষেপগুলো মূলতঃ অকার্যকর হয়ে পড়ে এমন ওয়াজের কারনে সচেতন জনগণের অভিমত এমনটাই। কাজী ইব্রাহিম তার আরও একটি ওয়াজে বলেছিলেন, টিকা দিলে এইডস হয়, শিশুদের টিকা দেবেন না।


সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে মুফতি কাজী ইব্রাহিমের কাছে প্রশ্ন রাখা হয়ঃ গর্ভবতী নারী ও শিশুদের রোগ প্র’তিরোধের জন্য টিকা দেয়া জায়েজ কি না?


তিনি জবাব দেন, 

আমি আমার ১১টা সন্তানের একজনকেও টিকা দিইনি। আমার সন্দেহ হয়, কী না কী আছে এই টিকার মধ্যে! আফ্রিকান জাতির এইডসের জন্য টিকা দায়ী। কোটি কোটি আফ্রিকান মুসলমানকে এইডসে আক্রা’ন্ত করে দেয়া হয়েছে এই টিকার মাধ্যমে।

তিনি আরও জানান, মুসলমানের সন্তানদের জন্য নিরাপত্তা ব্যবস্থা হলো আকিকা (নাম রাখার জন্য পশু উৎসর্গের প্রক্রিয়া)। আকিকা দিলে শিশু থাকবে নিরাপদ। তিনি সহি হাদিস থেকে ব্যাখ্যা করেন, আকিকার পশুর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ শিশুর নিরাপত্তা দেন।


প্রসঙ্গত, টিকাদান কর্মসূচিতে অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। রুবেলা নিয়ন্ত্রণে সাফল্য পাওয়ায় ২০১৮-তে বাংলাদেশকে জাতিসংঘ পুরস্কারে ভূষিত করা হয়েছে। শিশুর টিকাদানে বাংলাদেশের কর্মকর্তারা এখন বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। টিকাদান কর্মসূচিতে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।


এমন পরিস্থিতিতে উদ্দেশ্যমূলকভাবে জাতিকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন ওয়াজ মাহফিলে টিকাদান কর্মসূচির বিরুদ্ধে উস্কানি দেয়া হচ্ছে।


মুফতি কাজী ইব্রাহিমের ওয়াজের ভিডিওতে দেখা যায় তিনি টিকাদান কর্মসূচি নিয়ে বিভ্রা’ন্তি সৃষ্টি করতে টিকার মাধ্যমে এইডস ছড়ানো হচ্ছে বলে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বক্তব্য দেন। এ ধরনের অ’বৈজ্ঞানিক বক্তব্য টিকাদান কর্মসূচির ওপর বি’রূপ প্র’ভাব ফেলতে পারে আশ’ঙ্কা সুধীজনের।

উল্লেখ্য, আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা ও চ্যানেল আই’র জনপ্রিয় উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হ’ত্যার ঘটনায় ৪টি বেসরকারি টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের ৬ জন উপস্থাপককে আসামি করে পিটিশন মামলা দায়ের করা হয়েছিল।


ওই মামলায় মূল আসামিদের মধ্যে পিস টিভির উপস্থাপক মুফতি কাজী ইব্রাহিমও রয়েছেন। এই ৬ জনকে ফারুকী হ’ত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে মাওলানা ফারুকীর পরিবারের আর্জিতে। ওই মামলাটি তদন্তাধীন।


ট্যাগগুলিঃ অধিক সন্তান জন্ম দিয়ে কাফেরদের আতঙ্কিত করুন, জন্ম নিয়ন্ত্রণ হারাম মুফতি ইব্রাহিম,BDnews24us,বিশ্বের সেরা ইসলামিক বক্তা,বাংলা news,Breaking news today

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।