Translate

পাকিস্তানি মহিলার গলায় হিন্দু আরতি | ভাইরাল ভিডিও

Pakistan Girls
Pakistan Girls

ভারত এবং পাকিস্তানের মধ্যে যতই বিরোধ থাকুক না কেন সেখানকার যুবতীদের কাছে কিন্তু প্রিয় দেশের তালিকায় একদম প্রথমে রয়েছে ভারত। এমনকি, চিন এবং ইরানের মত দেশও পিছিয়ে পড়েছে সেই তালিকায়। সে যাইহোক, পাকিস্তানি মেয়েরা ভারতীয় ছেলেদের জন্য রীতিমতো 'পাগল'। ইতিমধ্যেই এই সম্পর্কিত একটি ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমে।

যেখানে সাংবাদিকদের পাকিস্তানি যুবতীদের ভারত সম্পর্কে কিছু প্রশ্ন করতে দেখা যায়। আর তখনই পাকিস্তানিদের মধ্যে ভারতের তুমুল জনপ্রিয়তার প্রসঙ্গটি সামনে আসে। সেখানকার এক যুবতীকে ভারতকে কেন তাঁর ভালো লাগে এই প্রশ্ন করা হলে তখনই তিনি স্পষ্ট জানান যে, “ভারতের সবকিছুই খুব ভালো।” পাশাপাশি আরেকজন জানান, ভারতের শিখরা খুব সুন্দর। এছাড়াও, কিছুজন আবার দিল্লি, মুম্বাই এবং গোয়াতে গিয়ে ভারতীয় খাবার খাওয়ার ইচ্ছেও প্রকাশ করেন।


ওই ভিডিওতে আরও দেখা গেছে যে, একজন যুবতী সরাসরি সাংবাদিকের কাছেই জানান “আমাকে একজন ভারতীয়র নম্বর জোগাড় করে দিন”। পাশাপাশি, পাকিস্তানি যুবতীরা জানিয়েছেন, তাঁরা ভারতে বেড়াতে আসতে চান। তাঁদের মধ্যে একজন জানান, “আমাদের হৃদয়ে ভারতীয়দের জন্য অনেক ভালোবাসা রয়েছে।” শুধু তাই নয়, পাকিস্তানের মতো মুসলিম অধ্যুষিত দেশে এক যুবতীকে হিন্দু আরতিও গাইতে দেখা যায় ওই ভিডিওটিতে।

ভারতে শ্বশুরবাড়ি হলেও কোনো আপত্তি নেই,

সাংবাদিক এক যুবতীর কাছে জানতে চান, “আপনি কি ভারতীয় ছেলেদের পছন্দ করেন নাকি চাইনিজ ছেলেদের?” সঙ্গে সঙ্গে তিনি উত্তর দেন, “আমি চিনাদের একদম পছন্দ করি না। তবে, আমি ভারতীয় ছেলেদের খুব পছন্দ করি।” পাশাপাশি, সেখানকার যুবতীরা ভারতে বিয়ে করতে চান বলেও জানিয়েছেন। এদিকে, সাংবাদিক যখন ভারত একটি হিংসাত্মক দেশ কি না তা জানতে চান তখন এক মহিলা উত্তর দেন, “না, মোটেও না, আমার মনে হয় না। ভালো-মন্দ সব দেশেই আছে, পাকিস্তানেও অনেক আছে।

পাকিস্তানে নারীরা সুরক্ষিত নয়, 

ওই মহিলা আরও জানান, “পাকিস্তানও খুব ভালো কিন্তু ভারতও কারও থেকে কম নয়।” এছাড়াও, সেখানকার একজন মহিলা চিকিৎসক জানান যে, “ভারত সম্পর্কে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল ভারত খুব দ্রুত উন্নতি করছে।” এমতাবস্থায়, পাকিস্তানের যুবতীরা ভারতকে পছন্দ করেন কারণ সেই দেশে নারীদের নিরাপত্তা মোটেও ঠিক জায়গায় নেই। এই প্রসঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার রিপোর্টে বলা হয়েছে যে, ২০১৯ সালে পাকিস্তানে ৪,৩৭৭ টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। পাশাপাশি, ২০২০ সালে ৩,৮৮৭ টি এবং ২০২২ সালে ২,২৫৩ টি এহেন ঘৃণ্য ঘটনা নথিভুক্ত হয়। শুধু তাই নয়, এর পাশাপাশি ২০১৯ সালে ১৩,৯১৬ টি, ২০২০ সালে ১২,৮০৯ টি এবং ২০২২ সালে ৭,৬৫১ টি অপহরণের ঘটনা ঘটেছে পাকিস্তানে।

খবরঃ BanglaHunt

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।