সকল মেধাচর্চার স্থানে সরস্বতী পুজো দীর্ঘজীবী হোক - আমাগো একখান দ্যাশ আসিলো
![]() |
সকল মেধাচর্চার স্থানে সরস্বতী পুজো দীর্ঘজীবী হোক |
আজ সরস্বতী পূজা। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা, এই হচ্ছে বাঙ্গালীর স্বভাবে চিরাচরিত বৈশিষ্ট্য। তাই, বাঙ্গালীর যে কোন পুজোই হয়ে ওঠে সার্বজনীন উৎসব। শাস্ত্রীয় অনুষঙ্গের সাথে মিশে যায় প্রাণের আবেগ। তবে, কতিপয় হীন প্রবৃত্তির মানুষ সর্বত্র থাকে। কুতর্ক তাদের নেশা ও পেশা। ইদানিং, ধর্মনিরপেক্ষতার বুলি আউড়ে কিছু তথাকথিত প্রগতিশীল শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজোর বিরোধিতায় মেতেছেন। রিলিজিয়ন এবং ধর্ম সংস্কৃতির পার্থক্য না বুঝে, “যাহাই হিন্দু, তাহাই সাম্প্রদায়িক” গোছের নিদান দিলে স্তাবকবৃন্দের কাছে বাহবা জুটলেও, সত্য অধরা থেকে যায়। এসব, আব্রাহামিক আতশকাঁচে ওরিয়েন্টাল ফিলোজফিকে দেখার ব্যর্থ প্রয়াস।
গৌরভময় ইতিহাসের সন্ধ্যানে শিভরুপি প্লাটফর্ম
৭০০ বছর ব্যাপী বিদেশি আক্রমন, নানা ঘাত প্রতিঘাত সহ্য করেও ভারতীয় সংস্কৃতির এই অবিরাম সংশ্লেষন, বিবর্তনই আমাদের দর্শনকে সজীব করে রেখেছে। সরস্বতীর সাথে বিদ্যার সাযুজ্য সহজেই স্থাপন করা যায়। তাই,ভারতীয় সভ্যতা-সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনার্থেই বিদ্যালয়ে বিদ্যালয়ে দেবীর আরাধনা।
“সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে,
বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে।।”
সকল মেধাচর্চার স্থানে সরস্বতী পুজা দীর্ঘজীবী হোক।
![]() |
অসাধারণ ছবিটি এঁকেছেন Sourav Mitra |