Translate

সকল মেধাচর্চার স্থানে সরস্বতী পুজো দীর্ঘজীবী হোক - আমাগো একখান দ্যাশ আসিলো

আজ সরস্বতী পূজা
সকল মেধাচর্চার স্থানে সরস্বতী পুজো দীর্ঘজীবী হোক

আজ সরস্বতী পূজা। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা, এই হচ্ছে বাঙ্গালীর স্বভাবে চিরাচরিত বৈশিষ্ট্য। তাই, বাঙ্গালীর যে কোন পুজোই হয়ে ওঠে সার্বজনীন উৎসব। শাস্ত্রীয় অনুষঙ্গের সাথে মিশে যায় প্রাণের আবেগ। তবে, কতিপয় হীন প্রবৃত্তির মানুষ সর্বত্র থাকে। কুতর্ক তাদের নেশা ও পেশা। ইদানিং, ধর্মনিরপেক্ষতার বুলি আউড়ে কিছু তথাকথিত প্রগতিশীল শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজোর বিরোধিতায় মেতেছেন। রিলিজিয়ন এবং ধর্ম সংস্কৃতির পার্থক্য না বুঝে, “যাহাই হিন্দু, তাহাই সাম্প্রদায়িক” গোছের নিদান দিলে স্তাবকবৃন্দের কাছে বাহবা জুটলেও, সত্য অধরা থেকে যায়। এসব, আব্রাহামিক আতশকাঁচে ওরিয়েন্টাল ফিলোজফিকে দেখার ব্যর্থ প্রয়াস।




সরস্বতী শব্দের অর্থ হলো,রসের সহিত বর্তমান। অর্থাৎ জল। ভারতীয় শাস্ত্রে একটি নদীর নামও সরস্বতী। নদীর তীরেই জীবনের সঞ্চার হতো। গড়ে উঠতো জনপদ। সিন্ধু-সরস্বতী সভ্যতার কথা আমাদের অজানা নয়। তাই,নদীমাতৃকার উপাসনার রীতি প্রাচীন ভারতীয় সভ্যতায় প্রচলিত ছিলো। জল যেমন প্রবহমান,এক আধার থেকে ছুটে চলে অপর আধারে। তেমন জ্ঞানেরও গতি ক্ষুদ্রতা থেকে বিশালতার দিকে,অন্ধকার থেকে আলোর দিকে। স্থির বা আবদ্ধ থাকলে জ্ঞান সীমিত হয়ে যাবে। জল যেমন যাবতীয় অপবিত্রতা দূর করে দেয়, জ্ঞানও অন্ধগলি থেকে মুক্তির সন্ধান দেয়।

গৌরভময় ইতিহাসের সন্ধ্যানে শিভরুপি প্লাটফর্ম


৭০০ বছর ব্যাপী বিদেশি আক্রমন, নানা ঘাত প্রতিঘাত সহ্য করেও ভারতীয় সংস্কৃতির এই অবিরাম সংশ্লেষন, বিবর্তনই আমাদের দর্শনকে সজীব করে রেখেছে। সরস্বতীর সাথে বিদ্যার সাযুজ্য সহজেই স্থাপন করা যায়। তাই,ভারতীয় সভ্যতা-সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনার্থেই বিদ্যালয়ে বিদ্যালয়ে দেবীর আরাধনা।


আজও স্বাধীন ভারতীয় উপমহাদেশে সরস্বতী পূজা করতে ইচ্ছুক বিদ্যার্থীরা মজহব-রাজনৈতিক বাধার সম্মুখীন হয়। তাদের একটাই দোষ। তারা প্রতিমাপূজক সংস্কৃতির ধারক ও বাহক। প্রত্যেক সচেতন হিন্দুকে তাদের পাশে দাঁড়াতে হবে। হাতে হাত রেখে ভাঙতে হবে অচলায়তন। যাতে, শেষতম বাঙ্গালী হিন্দু হোমল্যান্ডে দাঁড়িয়ে আমরা নির্ভয়ে বলতে পারি,


“সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে,
বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে।।”


সকল মেধাচর্চার স্থানে সরস্বতী পুজা দীর্ঘজীবী হোক।

অসাধারণ ছবিটি এঁকেছেন Sourav Mitra
অসাধারণ ছবিটি এঁকেছেন Sourav Mitra


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।