পৃথিবীর মতো আরো একটি নতুন ‘বিশ্ব’ খুঁজে পেলো NASA'র উপগ্রহ
NASA পৃথিবীর মত দেখতে একটি গ্রহ আবিষ্কার করেছে (NASA New Planet), যেটি প্রায় ১০০ আলোকবর্ষ দূরে একটি ছোট নক্ষত্রের চারপাশে ঘুরছে। এই নতুন গ্রহের নাম TOI 700 e। এটি একটি পাথুরে গ্রহ, যার আয়তন পৃথিবীর ৯৫ শতাংশ। এটি পৃথিবীর চেয়ে মাত্র 5 শতাংশ ছোট, যা একটি এম বামন তারকা TOI 700 প্রদক্ষিণ করে আবিষ্কৃত হয়েছে।
নাসার দেওয়া হিসাব অনুযায়ী নতুন আবিষ্কৃত গ্রহটি পৃথিবীর আয়তনের ৯৫ শতাংশ। নিজের সূর্যকে ২৮ দিনেই প্রদক্ষিণ করে এই গ্রহ। তবে নিজের অক্ষের উপর ঘোরে না টিওআই ৭০০ই। ফলে চাঁদের মতো তার একটি দিক সব সময়েই নক্ষত্রের আলোর দিকে মুখ করে থাকে। অন্য দিকটি অন্ধকার। এর ফলে এই গ্রহ যদি বাসযোগ্য হয়ও তবে এর একদিকে সর্বক্ষণ দিনের আলো থাকবে, অন্যদিকে অন্তহীন রাত।
NASA জানাচ্ছে ‘টিওআই ৭০০’র পরিবারের বাকি গ্রহগুলোও নিজের অক্ষে স্থির। কোনোটির আকৃতি পৃথিবীর ৯০ শতাংশ কোনোটি আড়াই গুণ। কোনোটি ১৬ দিনে তাদের নক্ষত্রকে প্রদক্ষিণ করে। আবার কোনোটি ৩৭ দিনে। তবে আপাতত সেই সব গ্রহে মন না দিয়ে ‘টিওআই ৭০০ই’ সম্পর্কেই আরও জানার তোড়জোড় শুরু করেছেন নাসার বিজ্ঞানীরা।
সোর্সঃ আনন্দবাজার পত্রিকা
ট্যাগ গুলিঃ পৃথিবীর মতো আরো একটি নতুন ‘বিশ্ব’ খুঁজে পেলো NASA'র উপগ্রহ,NASA নতুন পৃথিবী আবিষ্কার করেছে, Trending tech news,trending tech newsTech news bangla,What is technology,Technewztop,Local news,Technology.