Translate

শেষ দেখে ছাড়ব, কলকাতা অচল করে দেব - ইসলামী নেতা পীরজাদা কাশেম সিদ্দিকি

শেষ দেখে ছাড়ব, কলকাতা অচল করে দেব -  পীরজাদা কাশেম সিদ্দিকি
নওশাদ সিদ্দিকি

কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ফুরফুরা শরিফের পীরজাদারা। ‘শেষ দেখে ছাড়ব, কলকাতা অচল করে দেব’, ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারিতে হুঙ্কার ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকির। 


ধর্মতলায় পুলিশের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ইসলামী ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারসাথে গ্রেফতার হয়েছেন আরও ১৮ কর্মী-সমর্থক। এই ঘটনায় এবার ফুঁসে উঠলেন কলকাতার ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি। তিনি সোজাসুজি কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। একজন রাজনৈতিক নেতা গ্রেফতার হওয়ার ধর্মীয় নেতা কেন এরকম হুমকি দিচ্ছেন, তা বোঝেননি অনেকেই। অনেকে এ ঘটনায় আবার বলছেন, এটাকেই ইসলামের পরিভাষায় ‘কওম’ বলে।


এদিকে এখনও পর্যন্ত জামিন মেলেনি সেই ISF বিধায়কের। এমনকী এই ঘটনায় জামিন পাননি বাকিরাও। এই পরিস্থিতিতে ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কলকাতার ধর্মতলায় আমরা পীরসাহেবরা গিয়ে বসব। আমরা তাঁবু খাটিয়ে বসব। এর শেষ দেখে ছাড়ব। প্রয়োজনে সারা কলকাতা অচল করে দেব।

কাশেম সিদ্দিকি


স্থানীয় সূত্রের খবর, ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গ্রেফতারের প্রতিবাদে আগামী বুধবার আইএসএফের পক্ষ থেকে শহরে মিছিল বিক্ষোভ করবে। তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হবে। এমনকী রাজভবনেও যেতে পারে শীর্ষ নেতৃত্বরা। পীরজাদা কাশেম সিদ্দিকির কথায় আরো জানা যায়, ‘ফুরফুরা শরিফের যত পীরসাহেব আছেন সকলেই এই বিষয়টা খারাপ নজরে দেখছি । বাংলার মুসলমান সকলেই এটা খারাপ নজরে দেখছেন। এদিকে সামনে পঞ্চায়েত নির্বাচন আছে।


এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। কারণ এখন যদি তারা কলকাতা অচল করতে আসেন তাঁরা তাহলে পুলিশকে অ্যাকশন নিতে হবে। সেক্ষেত্রে ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পীরজাদার এই মন্তব্যের প্রেক্ষিতে ধর্ম ও রাজনীতিকে মেশানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ

খবরঃ TV9Bangla, Republic71
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।