পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়া গাছিয়ায় সরস্বতীর প্রতিমা ভাংচুর
বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব দেশেই শান্তিপ্রিয় হিন্দুরা নির্যাতিত হচ্ছে ইসলামিস্ট মৌলবাদীদের দ্বারা। আজকাল বাংলাদেশ ছাড়াউ ভারতের পশ্চিম বঙ্গ যাকে হিন্দু হোমল্যান্ড বলা হয় সেখানেউ ইসলামিস্ট মৌলবাদীদের ঝলক দেখা যাচ্ছে প্রতিমা ভাঙ্গার মধ্যদিয়ে। তবে যাইহোক বছরের শুরুতেই জানুয়ারি মাসে আজ এখন পর্যন্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের সংখ্যা ১৯টি। জানুয়ারি মাসের হিন্দু নির্যাতনের লিস্ট। বলে রাখা ভালো অনেক নিউজ ধামাচাপা পড়ে গিয়েছে। সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী।
পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলার অডিটোরিয়াম রুমে গত ২৬ জানুয়ারী ২০২৩ রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষ করে রুমের দরজায় তালা দিয়ে সবাই যার যার মতো বাড়ি চলে যায়।
জানা যাচ্ছে যে, হিন্দু শিক্ষার্থীরা সকালে এসে দরজা খুলে সবাই দেখতে পায় কে বা কাহারা (মৌলবাদী হবে) সরস্বতী মায়ের প্রতিমা ভাংচুর করেছে। বিষয়টি স্কুলের সভাপতি মহোদয়কে অবগত করা হলে সে কারো কাছে কিছু বলতে নিষেধ করেন এবং দ্রুত প্রতিমা বিসর্জন দিতে বলেন।
ঘটনাটি জানাজানি হলে বাংলাদেশের হিন্দুরা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সেই সাথে এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।
![]() |
হিন্দু নির্যাতন বাংলাদেশ |