Translate

'আল্লাহ হু আকবর' স্লোগান দিয়ে জনবহুল স্টেশনে ছুরি নিয়ে হামলা

আল্লাহ হু আকবর স্লোগান দিয়ে জনবহুল স্টেশনে ছুরি নিয়ে হামলা
আল্লাহ হু আকবর স্লোগান দিয়ে জনবহুল স্টেশনে ছুরি নিয়ে হামলা

ঘৃন্য ও ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল জনবহুল এলাকাতেই। হঠাত করে ধর্মীয় স্লোগান দিতে দিতে এক ব্যক্তির ওপর হামলা চালালো অপর এক যুবক। ঘটনাটি ঘটে গেছে বেলজিয়ামের ব্রাসেলস ট্রেন স্টেশনে। জানা যাচ্ছে, ওই হামলাকারী ‘আল্লাহ হু আকবর’ (Allahu akbar) বলে চিৎকার করে পাশে বসে থাকা যাত্রীদের আক্রমণ করে। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল সমস্ত সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রেল স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। সেই সময়েই আচমকা এক ব্যক্তি চিৎকার করে “আল্লাহ হু আকবর” (Allahu akbar) বলে থাকে। শুধু তাই নয়, ধর্মীয় স্লোগান দিতে দিতে সামনে বসে থাকা এক যুবকের ওপর ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করে। এক,দুই বার ছুরি নিয়ে হাত চালানোর পর সবাই আতংকে দৌড়োদৌড়ি শুরু করে দেয়।


এর পরই ওই হামলাকারীর হাত থেকে বাঁচতে সরে যান ওই যুবক। কোনও মতে নিজের জীবন বাঁচান তিনি। সম্প্রতি এমনি এক ভিডিও প্রকাশ্যে এসেছে। আর এই ঘটনায় জেরে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ছে গোটা এলাকা জুড়ে। স্টেশনে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা? এই প্রসঙ্গে উঠছে একাধিক প্রশ্ন! যদিও ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

ব্রাসেলসে এই জাতীয় ঘটনা প্রথম নয়,

গত বছরের নভেম্বর মাসে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে। এক পুলিসকর্মী সেরবিক রুয়ে ডি শর্ট এলাকার একটি রাস্তায় টহল দিচ্ছিলেন। আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ এক যুবক ‛আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ওই পুলিসকর্মীর উপরে ঝাঁপিয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই ওই পুলিসকর্মীর গলায় ধারালো ছুরি দিয়ে একাধিকবার কোপ মারে ওই যুবক। পাশে থাকা আর পুলিসকর্মী বাঁচাতে গেলে তাকেও কোপায়।

পরে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে। তখন তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিস। তাঁর পায়ে ও পেটে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিসকর্মীর। অপর পুলিসকর্মীকে আহত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়।

খবরঃ BanglaHunt

ট্যাগগুলিঃ আল্লাহ হু আকবর স্লোগান দিয়ে জনবহুল স্টেশনে ছুরি নিয়ে হামলা,Man Shouts ‘Allahu Akbar’, Stabs Commuter at Train Station in Gare Du Midi,বাংলা news,24বাংলা নিউজ,আজকের ব্রেকিং নিউজ বাংলাদেশ,Breaking news today,Bd news,Bbc news,news today.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।