Translate

পশ্চিমবঙ্গ কি বৃহত্তর বাংলাদেশের অঙ্গীভূত হতে চলেছে PDF Book

পশ্চিমবঙ্গ কি বৃহত্তর বাংলাদেশের অঙ্গীভূত হতে চলেছে PDF Book

লেখকঃ শুভব্রত বন্দ্যোপাধ্যায়
বইটি প্রকাশিত হয়ঃ০০০ সালে। 
বিষয়বস্তুঃ ইসলাম, ইতিহাস, হিন্দু ধর্ম, ঐতিহ্য, গান্ধীবাদী, অহিংসা

বইটি থেকে কিছু সারাংশঃ 

সর্বনাশ! তোমাদের ইমাম সাহেব আর মুরুব্বীরা এইসব বলেন? তারা আর কি বলেন?"

রিক্সাওয়ালা: হ্যাঁ বাবু, আর এতে তো আমাদের খারাপ কিছু হয় না। বরং ভালই হয়। উনারা আরও বলেন তোমাদের সংখ্যা আর একটু বাড়লে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা সব জায়গায় তোমাদের ক্যান্ডিডেট দিয়ে তাদের জিতিয়ে আনবা। ইমাম সাহেব বলেছেন যেখানে মোছলমান ক্যান্ডিডেট থাকবে, সে লাল পার্টি হোক বা অন্য পার্টি তাকেই ভোট দিবা। বাবু কিছু মনে করেন না, ইমাম সাহেব বলেন, হিঁদুরা ভীষণ লোভী, স্বার্থপর আর বোকা হয়। তারা লড়াই করতে ভয় পায় তাই, খালি ঠাকুর ঠাকুর করে। ওদের ঠাকুরের কোন ক্ষমতা নাই। কিসে ওদের ভাল আর কিসে ক্ষতি সেটাও তারা বোঝে না। এই সুযোগটা কাজে লাগাবা। 

হিঁদুদের দিয়েই মোছলমানদের মাদ্রাসা তৈরি হবে, পুলিশে, সরকারি চাকরিতে মোছলমানদের  জন্য সংরক্ষণ করা হবে। তবে তোমাদের কাজ থাকবে। সরকার ১০ শতাংশ সংরক্ষণের কথা বললে, তোমরা ২০ শতাংশ দাবী করবে, ২০ শতাংশ দিলে তোমরা ৩০ শতাংশ চাইবে। মোছলমানদের জন্য হিন্দুরাই সব ব্যবস্থা করে দেবে। টাকা পেলে এরা সব করতে পারে। 



হিঁদুরাই সব জায়গায় মোছলমানদের সুবিধা করে দেবে। সব জায়গায় আমাদের লোক থাকলে দেশটা আমাদের হাতে চলে আসতে বেশী সময় লাগবে না। হিঁদু পাড়ায় তোমরা বসবাস শুরু করবে। তারপর উৎপাত শুরু করবে। ছোট খাট, চুরি ছিনতাই, হিঁদু মেয়েদের ফুসলানো, হাত ধরে টানাটানি, টিটকিরি মারা এই সমস্ত আর কি। এসব সুযোগ বুঝে করবা। পার্টি আর পুলিশকে টাকা দিলে সব চুপ থাকবে। পুলিশ কোন ব্যবস্থা নেবে না। আমাদের লোকজন তো থাকবেই। 


হিঁদুদের দুর্গাপূজা, কালীপূজা সব বন্ধ করে দিতে হবে। বলতে হবে মসজিদের সামনে দিয়ে ঢাক বাজিয়ে মূর্তি নিয়ে যাওয়া চলবে না। ওতে গুনাহ্ হয়। ইমাম সাহেব বলেন তার পরামর্শ মত কাজ করলে ১০-১৫ বছরের মধ্যেই দেশটা মোছলমান-এ ভর্তি হয়ে যাবে। আর একটা মোছলমান ১০টা হিঁদুর সাথে টক্কর দিতে পারে, তাহলে ভয় কিসের? ইনশাল্লাহ ২০ বছরের মধ্যে দেশটারে ইসলামিক রাষ্ট্র করা যাবে।

পশ্চিমবঙ্গ যেভাবে বৃহত্তর বাংলাদেশ হচ্ছেঃ 

পশ্চিম বঙ্গের ইসলামপুরে দুটি মন্দিরে ভাঙচুর করলো ভারতের সংখ্যালঘু মৌলবাদীরা

মায়ানমারের ইসলামপন্থী ARSA জিহাদীরা ভারতে প্রবেশ করছে

সরস্বতী পূজায় কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে?

শেষ দেখে ছাড়ব, কলকাতা অচল করে দেব - ইসলামী নেতা পীরজাদা কাশেম সিদ্দিকি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।