Translate

ভোলার মনপুরায় সংখ্যালঘু হিন্দুদের মন্দিরের পবিত্রতা নষ্টে মলমূত্র নিক্ষেপ

Throwing excrement at a Hindu temple in Manpura, Bangladesh.


গত ৭ ফেব্রুয়ারী গভীর রাতে ভোলা-মনপুরা উপজেলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপসনালয় রামনেওয়াজ কালিকান্ত গুটিয়া মন্দির ও পাশ্ববর্তী সীতাকুন্ড রাধা গোবিন্দ মন্দিরে মলমূত্র ও ময়লা ফেলে রেখে যায় মৌলবাদী সম্প্রদায়।


বুধবার সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার ও মনপুরা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Video Report

স্থানীয় মন্দিরগুলোর পক্ষে শুভাশ দাস বলেন,

আমরা এ ঘটনার জন্য কাউকে দায়ী করছি না। থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান।

তবে, এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হোক।

বাংলাদেশে বার বার হিন্দু নির্যাতন

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমানতউল্লাহ আলমগীর জানান,

এই এলাকা একটি শান্তিপূর্ণ এলাকা। এখানে যারাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।