Translate

নওগাঁয় পুকুর থেকে আবারও হিন্দু সম্প্রদায়ের প্রাচীন বিগ্রহ উদ্ধার | Ancient Vigraha of Hindu community recovered from Naogaon pond

Ancient Vigraha of Hindu community recovered from Naogaon pond

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে পুকুর খননের সময় আরও একটি প্রাচীন বিগ্রহ উদ্ধার করা হয়। ৪৯ কেজি ওজনের বিগ্রহটি সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী-নারায়ণের বিগ্রহ। পুলিশের ধারণা, বিগ্রহটি কষ্টি পাথরের।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ধামইরহাট উপজেলা উমার ইউনিয়নের কুলফৎপুর গ্রামের জাহেদুল ইসলাম হেলালের দখলে থাকা পুকুর থেকে বিগ্রহটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৩০ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা সাতটার দিকে একই পুকুর থেকে প্রায় ৪৬ কেজি ওজনের একটি নারায়ণ বিগ্রহ উদ্ধার করা হয়। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, 

কিছু দিন থেকে হেলাল তার দখলে থাকা পুকুর সংস্কারের জন্য ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু করেন। শুক্রবার রাত ৯টার দিকে মাটি খননকালে একটি পাথরের লক্ষ্মী-নারায়ণের বিগ্রহ দেখতে পান। পরে তিনি ধামাইরহাট থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিগ্রহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। বিগ্রহটির দৈর্ঘ ৩৪ ইঞ্চি এবং প্রস্থ ১৫ ইঞ্চি। 

নওগাঁয় পুকুর থেকে আবারও হিন্দু সম্প্রদায়ের প্রাচীন বিগ্রহ উদ্ধার

তিনি বলেন, ধারণা করা হচ্ছে প্রাচীন এ বিগ্রহটি কষ্টি পাথরের। আদালতের নির্দেশনা অনুযায়ী হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

এর আগে উদ্ধার হওয়াসহ দুটি বিগ্রহই ধামইরহাট থানা হেফাজতে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।