মাধবপুরে সাবেক BNP মেম্বারের নেতৃত্বে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুবাড়িতে হামলা | Alleged attacks on minority Hindu homes
হবিগঞ্জের মাধবপুরে সাবেক মেম্বারের নেতৃত্বে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুর বাড়িতে হামলা ও জমির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গোপালপুর গ্রামের সুশীল সরকার জানান,
তাদের একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত গ্রামের সাবেক ইউপি সদস্য বিএনপির নেতা বাচ্চু মিয়ার সঙ্গে বিরোধ চলছে। বৃহস্পতিবার বাচ্চু মিয়া মেম্বারের নেতৃত্বে কয়েকজন মিলে তাদের বাড়িতে হামলা করে ঘরে থাকা জিনিসপত্র ফেলে দেয় এবং তাদের জমিতে ফলানো সবজি নষ্ট করে। স্থানীয় চেয়ারম্যান মীর খুর্শিদ আলমকে বিষয়টি অবগত করা হয়েছে।
এ ব্যাপারে বিএনপি নেতা বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার খাইয়া আর কাম নাই।
আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুর্শিদ আলম জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি সমাধান করা যায় কিনা আগামীকাল বসে দেখব।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।