Translate

শ্রীনগরে সংখ্যালঘু এক হিন্দু ব্যাক্তিকে কুপিয়ে হত্যা

শ্রীনগরে সংখ্যালঘু এক হিন্দু ব্যাক্তিকে কুপিয়ে হত্যা
ত্যরঞ্জন দত্ত


পহেলা ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ-শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাঁও গ্রামের ননী গোপাল দত্তের বড় পুত্র সত্যরঞ্জন দত্তের (৬৪) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় রাত পৌনে ১০টার দিকে তার বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশ থেকে।

সত্যরঞ্জন দত্ত শ্রী-নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই। তিনি শ্রীনগর-দোহার সড়কের এম রহমান শপিং কমপ্লেক্স সংলগ্ন আলো ফার্মেসীর পাশে একটি দোকানে গো-খাদ্য বিক্রির ব্যবসা করতেন। শান্ত-ভদ্র ও সদালাপী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত তিনি। তিন কন্যা সন্তানের জনক সত্যরঞ্জন।

তার বুকে ৩টি ও পিঠের ডান ও বাম পাশে ২টি সহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান,

সত্যরঞ্জন দত্ত এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভুসির ব্যবসা করতেন। প্রতিদিন সন্ধ্যায় তিনি বাড়িতে চলে যান। কিন্তু বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে তার লাশ পাওয়া যায়। তার বুকে ৩টি ও পিঠের ডান ও বাম পাশে ২টিসহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সত্যরঞ্জনের ছোট ভাই সুধীর দত্ত বলেন,

রাত সাড়ে ৮টার দিকে বৌদি আমাকে ফোন করে, দাদা বাড়িতে না ফেরার বিষয়টি জানান। পরে বাড়িতে এসে দাদাকে খুঁজতে বের হই। আমাদের বাড়ি থেকে প্রায় ২৫ গজ দূরে একটি পুকুর পাড়ে দাদাকে রক্তাত্বজখম অবস্থায় পড়ে থাকতে দেখে আমার ভাতিজা। দাদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, 

বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।