নরসিংদীতে হিন্দু যুব মহাজোটের পার্থ দেবনাথের বাড়িতে অগ্নি সংযোগ
নরসিংদী জেলা হিন্দু যুব মহাজোটের নেতা পার্থ দেবনাথ পরিতোষের বসত ঘরে অগ্নি সংযোগ করে।
পার্থ দেবনাথ পরিতোষ নরসিংদী-মাধবদী উপজেলার পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া গ্রামের কালীপ্রসন্ন দেবনাথের বাড়ির মনি লাল দেবনাথের বড় ছেলে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নরসিংদী জেলা শাখার সদস্য সচিব।
গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাত ৫ টার দিকে মাধবদী উপজেলার পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া গ্রামে সংখ্যালঘু পার্থ দেবনাথ পরিতোষে বসতঘরে আগুন দিয়ে বাড়িঘরসহ ঘুমন্ত লোকজনকে পুড়িয়ে মারার অপচেষ্টা চালিয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী পার্থ দেবনাথ পরিতোষ মাধবদী থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়,
মঙ্গলবার ভোররাতে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের হিন্দু সম্প্রদায় অধ্যূষিত মূলপাড়া গ্রামের কালীপ্রসন্ন দেবনাথের বাড়ির মনি লাল দেবনাথের বসত ঘরের বারান্দায় আগুন দেয় দুষ্কৃতিকারীরা।
ভোর ৫ টার দিকে পাশ্ববর্তী ঘরের একজন প্রতিবেশী, মনি লাল দেবনাথের ঘরের বারান্দায় আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে মনিলাল দেবনাথ ও তার ছোট ছেলে ঘুম থেকে জেগে দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসেন। পরে আশপাশের লোকজনসহ বাড়ীর অন্যান্যরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও, আগুন চারদিক ছড়িয়ে পড়ার আগে কেউ না দেখলে ঘরের ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা অসুস্থ মনি লাল দেবনাথ ও তার ছোট ছেলে পুড়ে মরার আশঙ্কাছিল বলে অভিযোগকারী মনি লাল দেবনাথে বড় ছেলে পার্থ দেবনাথ পরিতোষ অভিযোগে উল্লেখ করেন।
মূলপাড়া গ্রামটি হিন্দু অধ্যূষিত এলাকা হওয়ায় দিন দিন বখাটেদের উৎপাত বেড়েই চলছে। বখাটেরা সংখ্যালঘু পরিবারের সদস্যদের বিভিন্ন সময় বল প্রয়োগসহ জুলুম অত্যাচার করে আসছে। সাম্প্রতিক সময়ে বখাটেরা এলাকায় মাদক ও জুয়ার আসর বসিয়য়েছে। তাদের ভয়ে কেউ কিছু বলার সাহস পায়না।তাদের কিছু বললে হুমকি-ধামকির সম্মুখিন পর্যন্ত হতে হয়।
অভিযোগকারী পার্থ দেব দেবনাথ তার ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বাড়ির বড় ছেলে, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নরসিংদী জেলা শাখার সদস্য সচিব পার্থ দেবনাথ পরিতোষ বলেন-
আমি পেশাগত কারণে নরসিংদী সদরে বসবাস করি, আমি খবর পেয়ে বাড়িতে ছুটে এসেছি, অগ্নিকান্ডের সময় আমার অসুস্থ বাবা এবং ছোট ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যগন বাড়ির ভেতরে অবস্থান করছিলো, যেহেতু ভোরবেলার সময় ছিলো, বাড়ির সদস্যরা সকলে ঘুমন্ত অবস্থায় ছিলো, যদি এ অগ্নিকান্ড প্রতিবেশীদের চোখে না পড়তো তাহলে বাড়ির সকলে আগুনে পুড়ে মারা যাওয়ার তীব্র সম্ভাবনা ছিলো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছি।
আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিববিলম্বে দোষীদের শাস্তির আওয়তায় আনার জোড় দাবি জানাচ্ছি।
বাড়ির প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়,
এলাকায় কিছু বখাটেদের উপদ্রব বেড়েছে, এলাকায় বখাটেপনা সহ মাদকদ্রব্য সেবনের আখড়া মেলে বসেছে সেসব বখাটেরা। এলাকাবাসীর সাথে এ নিয়ে রেষারেষিও সৃষ্টি হয় বখাটেদের যার জেড় ধরে কালীপ্রসন্ন দেবনাথের বাড়িতে অগ্নিসংযোগ করে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর। এই অগ্নিকান্ডের পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ভীতসন্ত্রস্ত অবস্থায় আছে এলাকার সংখ্যালঘু পরিবারগুলো।
এই ঘটনায় সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বান চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এমসয় উপস্থিত ছিলেন, নরসিংদী হিন্দু মহাজোটের সদস্য সচিব অপু সাহা, শহর হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক মিঠুন সাহা, হিন্দু মহাজোটের যুগ্ম আহবায়ক সজল চক্রবর্তী, জেলা হিন্দু মহাজোট সদস্য নরোত্তম সাহা, শহর হিন্দু যুব মহাজোটের সাধারন সম্পাদক তন্ময় সাহা নিলয়, সদর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি মাধব কুমার সাহা এবং সাধারণ সম্পাদক উজ্জল কুমার আঢ্য প্রমুখ।
এসময় নরসিংদী জেলা হিন্দু মহাজোটের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
Source: Htpc