Translate

হিন্দু পাড়ায় ১১ দিনের ব্যবধানে ৬০ বিঘা জমির ৯টি খড়ের পালায় অগ্নিসংযোগ

হিন্দু পাড়ায় ১১ দিনের ব্যবধানে ৬০ বিঘা জমির ৯টি খড়ের পালায় অগ্নিসংযোগ

১১ দিনের ব্যবধানে ৬০ বিঘা জমির ৯টি খড়ের পালায় অগ্নিসংযোগ, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বগুড়া-আদমদীঘি উপজেলা সদরের হিন্দু পল্লী পালপাড়া গ্রামে গত ১১দিনের ব্যবধানে ৯টি খড়ের পালায় অগ্নিসংযোগ করে প্রায় ৬০বিঘা জমির খড় পুড়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রনে আনলেও ৯টি খড়ের পালার ৬০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় তিন লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

এদিকে খড়ের পালা পুড়ে যাওয়ায় গো-খাদ্য সংকটে পড়েছে ভুক্তভোগী কৃষকরা। 

জানাযায়,

১০ ফেব্রুয়ারী রাতে দুবৃত্তরা প্রথমে পালপাড়া গ্রামের শ্যামল দাসের ১৪ বিঘা জমির ২টি খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়, এরপর পরদিন রাতে আনন্দ পালের ১২ বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়, এর দু’দিন পর রনজিৎ পালের ৫বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়, পরের দিন রাতে নিতিশ পালের ৪বিঘা জমির খড়ের পালায়, তার পরের রাতে বিধান মন্ডলের ৩ বিঘা জমির খড়ের পালায়, তার পরের রাতে নুমু মন্ডলের ১০বিঘা জমির খড়ের পালায়, সর্বশেষ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে প্রভাস দাসের ১০বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় দুর্বত্তরা।

টানা কয়েক রাতে প্রায় ৬০ বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।
এদিকে খড়ের পালায় আগুন লাগানোর পর ফায়ার সার্ভিস কর্মীরা টানা কয়েক রাতেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন, 

আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় তাদের ৬০ বিঘা জমির বড় বড় ৯টি খড়ের পালা পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিন লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। এখন তারা তাদের বাড়ীর গরুর গো-খাদ্য নিয়ে সংকটে পড়েছে।

আদমদীঘি উপজেলা ফায়ার সার্ভিস অফিসার রুহুল আমিন জানান, 

আমরা খবর পাওয়ার পরপরই ঘটনানাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। এদিকে হিন্দু পল্লীতে প্রতি রাতেই খড়ের পালায় আগুন লাগানোর ঘটনায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে আতংক বিরাজ করেছে।

থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা বলেন, 

পুলিশ খড়ের পালায় আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় রাতে গ্রামের লোকজনদের রাতে পাহারার ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি রাতে পুলিশী টহল ব্যবস্থা নেয়া হচ্ছে।

S - HTPC
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।