পশ্চিম বঙ্গের ইসলামপুরে দুটি মন্দিরে ভাঙচুর করলো ভারতের সংখ্যালঘু মৌলবাদীরা | India's minority fundamentalists vandalized two temples in West Bengal's Islampur
পশ্চিম বঙ্গ ধীরে ধীরে বাংলাদেশের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে দুটি মন্দিরের ভিতরে থাকা প্রতিমা ভাঙচুর করলো মৌলবাদী দুষ্কৃতীরা। ধারনা করা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উগ্রবাদীরা এই ঘৃন্য কাজটি করেছে। গত ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সালের রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।
জানা গিয়েছে,
ইসলামপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি কালী মন্দির এবং শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। পরেরদিন সকালে স্থানীয় সংখ্যালঘু হিন্দুরা প্রতিমা ভাঙ্গা দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। অবিলম্বে মৌলবাদী মুসলিম দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানান তাঁরা।
খবর অনুযায়ী,
ইসলামপুরের শিবডাঙ্গী এলাকায় একটি মা কালীর মন্দির রয়েছে। মন্দিরে দরজা আছে এবং রাতের বেলায় মন্দিরে তালা দেওয়া থাকে। মৌলবাদী দুষ্কৃতীরা মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমা ভাঙচুর চালায়। অপরদিকে মিলন মোড় এলাকায় একটি রাধা কৃষ্ণের মন্দির রয়েছে। ওই মন্দিরে প্রতি বছর নাম সংকীর্তন অনুষ্ঠান হয়। ওই মন্দিরের ভিতরে থাকা রাধা ও কৃষ্ণের প্রতিমাতে ভাঙচুর চালায় মৌলবাদী সম্প্রদায়। তালিবানি ও শরীয়া আইনের কায়দায় রাধার প্রতিমার মাথা ভেঙে দেয় তারা।
আপাতত স্থানীয়দের দাবি যে, অবিলম্বে মৌলবাদীদের দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা আন্দোলনে নামতে বাধ্য হবে।
File Footage
India's minority fundamentalists vandalized two temples in West Bengal's Islampur
West Bengal is slowly moving towards Bangladesh. The fundamentalist miscreants vandalized the idols inside the two temples in the dark of night. It is believed that the extremists of the Muslim community have done this heinous act. The incident took place on the night of February 8, 2023 in Islampur, North Dinajpur district of West Bengal, India.
In Islampur, a Kali temple belonging to the minority Hindu community and idols of Sri Radhakrishna temple were vandalized. The next morning, the local minority Hindus erupted in anger after seeing the idol broken. They demanded immediate arrest of fundamentalist Muslim criminals.
According to the news,
There is a Maa Kali temple in Shivdangi area of Islampur. The temple has gates and is locked at night. The fundamentalist miscreants broke the locks of the temple doors and vandalized the idols. On the other hand, there is a Radha Krishna temple in Milan Mor area. Name Sankirtan ceremony is held in that temple every year. Radha and Krishna idols inside the temple were vandalized by the fundamentalist community. They broke the head of the idol of Radha in the manner of Taliban and Sharia law.
For now, the locals demand that the fundamentalists should immediately arrest the perpetrators, or else they will be forced to go on strike.
Source: HinduVoice