Translate

‘BBC এর তথ্যযুদ্ধ বাঁধানোর চেষ্টা', তথ্যচিত্র ইস্যুতে ভারতের পাশে রাশিয়া

চিত্রঃ পুতিন ও মোদি


২০০২ এ কিছু উগ্র মুসলিম সম্প্রদায়ের দ্বারা গুজরাট দাঙ্গায় শ্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে BBC। যা ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। ভারতে এই বিদ্বেশমূলক তথ্যচিত্রটি নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যেই এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া। রাশিয়ার থেকে জানানো হয়েছে, ‘বিভিন্ন শক্তির মধ্যে তথ্যযুদ্ধ বাঁধানোর জন্য এই তথ্যচিত্র তৈরি করেছে BBC।

মারিয়া জাখারোভা

রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “বিভিন্ন শক্তির মধ্যে BBC তথ্যযুদ্ধ বাঁধাতে চাইছে। তথ্যচিত্রটি তার প্রমাণ। আমি এদিকে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব।

রুশ মুখপাত্রের আরও অভিযোগ, “শুধু রাশিয়া নয়, বিশ্বের একাধিক শক্তিকেন্দ্রের বিরুদ্ধে এই একই কাজ করছে BBC।

সংবাদ সংস্থা এএনআই মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে বলছে, “বেশকিছু বছর পর হয়তো দেখা যাবে ব্রিটেনের বিশেষ স্বার্থে BBC কোনও সংগঠনের হয়ে কাজ করবে। সুতরাং এখন থেকেই আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।