Translate

Bangladesh News: খাগড়াছড়িতে এক গৃহবধুকে ধর্ষন চেষ্টা, গ্রেফতার মো.সাদ্দাম

গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে ৭টায় খাগড়াছড়ি-মাটিরাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চালিতা ছড়া নামক এলাকায় এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টা করে বাঙালি যুবক মো. সাদ্দাম, তাকে স্হানীয়রা আটক করে বিজিবি ক্যাম্পে সোপর্দ করে। পরে মো. সাদ্দামের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয় বিজিবি।


ধর্ষণের চেষ্টাকারী বাঙালির যুবক মো. সাদ্দামের (২৮) বাড়ি খাগড়াছড়ি-মহালছড়ি উপজেলায়। তিনি আইনরক্ষাকারী বাহিনীর উদ্যোগে চলমান সীমান্ত সড়ক নির্মাণ কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।


এদিকে স্থানীয় সূত্রে জানা যায়,

গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টায় ভুক্তভোগী ঐ গৃহবধু জামিনী ছড়া গ্রামে রাধা কৃষ্ণ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে একায় ঘুমিয়ে ছিলেন। অভিযুক্ত মো. সাদ্দাম ভুক্তভোগী পাহাড়ি মেয়েটির বাড়ির পাশ দিয়ে দোকানে যাওয়ার সময় পানি খাওয়ার নাম করে পাহাড়ি গৃহবধুর বাড়িতে ঢুকে। এ সময় বাড়িতে গৃহবধুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে গৃহবধূটি চিৎকার করলে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে মো. সাদ্দাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে এলাকাবাসী ধর্ষণের চেষ্টাকারী মো. সাদ্দামকে চালিতা ছড়া বিজিবি ক্যাম্পে নিয়ে বিজিবি সদস্যদের হাতে সোপর্দ করে।

বিজিবির সদস্যরা গ্রামবাসীদের সেখান থেকে চলে যেতে নির্দেশ দেন ও ধর্ষণের চেষ্টাকারী মো. সাদ্দামকে কোন আইনী ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয় বলেও জানা যায়।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02kwrhR1D4shT7GjLGKTT1sUJU9WgeVeQoPsXG3GU2AxCEAqmMNmp8UBdGudyShbU8l&id=102576179155167&mibextid=Nif5oz

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।