Translate

Bangladesh News: গাইবান্ধায় মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক মুসলিম যুবক

গত ১১ মার্চ শনিবার দিনগত রাত পৌনে ১ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউপির কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী কালী মন্দিরে ঢুকে দুই মুসলিম যুবক প্রতিমা ভাংচুর করতে থাকে। পরে এলাকাবাসী হাতেনাতে এক মুসলিম যুবক আহসানকে আটক করে এবং অন্য যুবক পালিয়ে যায়।


আটক করা মুসলিম যুবক আহসানকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 


আহসান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান,

শনিবার দিনগত গভীর রাতে দুই যুবক মন্দিরে প্রবেশ করে। পরে কিছু বুঝে ওঠার আগেই তারা প্রতিমা ভাঙচুর করতে থাকে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে আহসান নামে এক যুবককে আটক করলেও তার সঙ্গে থাকা অপর জন পালিয়ে যায়। পরে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।


হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী জানান,

আটক আহসানকে রাতেই গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে সে প্রতিমা ভাঙচুর করেছে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি পলাতক অপর যুবককেও আটকের চেষ্টা চলছে।


https://www.facebook.com/102576179155167/posts/pfbid0ZSG2QjFYDiwh3VJJH389vowbMA8CrhT5Pq6dWbcGxW1n6A6PfFhYPjGMRetKryhdl/?mibextid=Nif5oz

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।