Translate

Bangladesh News: সংখ্যালঘু এক হিন্দুর দোকানে লুটপাট ও দখল চেষ্টা

সংখ্যালঘু এক হিন্দুর দোকানে লুটপাট ও দখল চেষ্টা

গত ৭ই মার্চ মঙ্গলবার ভোর রাতে বরিশাল-উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দর অবস্থিত গোপাল চন্দ্র সেনের দোকানে ঢুকে রাশিদা বেগম ও তার ছেলে উজ্জল হাওলাদার, খোকন হাওলাদারসহ অজ্ঞাত ৪-৫ জন মিলে মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের অর্ধেকে পার্টিশন করে দখলের চেষ্টা চালায় (Video Report)।

গত ৯ই মার্চ বিকেল ৪টায় বরিশাল-উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের দখলকৃত দোকানের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত কালাচাঁদ সেনের ছেলে গোপাল চন্দ্র সেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন,

ধামুরা বন্দরের পশ্চিম পার্শ্বে ৩৮৮ নং খতিয়ানের ২৭৮১ নং দাগের ৪.৩৮ শতাংশ জমির উপরে ৩জন মালিকানায় সমপরিমানে ভাগ করে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন।

জমির প্রকৃত মালিক আঃ মন্নান হাওলাদারের ওয়ারিশগণের কাছ থেকে একই এলাকার জাকির হোসেন দীর্ঘ ১৫ বছর পূর্বে ক্রয় করে ভোগ দখল করে আসছে। ওই দখলকৃত দোকানঘরটি ১ বছর পূর্বে গোপাল চন্দ্র সেন ক্রয় করে হাডওয়ারের গোডাউন পরিচালনা করে আসছেন।

উক্ত জমিতে একই এলাকার মৃত আঃ রব হাওলাদারের স্ত্রী প্রভাবশালী রাশিদা বেগম তাদের ওয়ারিশ দাবি করে জমি দখলের পায়তারা চালালে গোপাল চন্দ্র সেন গত ১লা ফেব্রুয়ারী জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। আদালতের নির্দেশে উজিরপুর থানা পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার জন্য নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাশিদা গংরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৭ই মার্চ ভোর রাতে ওই দোকানে ঢুকে রাশিদা বেগম ও তার ছেলে উজ্জল হাওলাদার, খোকন হাওলাদারসহ অজ্ঞাত ৪-৫ জন মিলে মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের অর্ধেকে পার্টিশন করে দখলের চেষ্টা চালায়।

এদিকে গোপাল চন্দ্র সেন ভূমিদস্যুদের কবল থেকে তার ভোগ দখলীয় দোকানঘর দখলমুক্ত রাখার দাবিতে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

https://www.facebook.com/Htpc2.0/posts/pfbid0mWdALSNDrQDi1FexAmYBC6sE4FXDp2M9zxSxmxsPYzqbi8iVJ9zC6K9Xk8pDKK6dl

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।