Bangladesh News: ঠাকুরগাঁওয়ের গঙ্গা মন্দিরে জিহাদী হামলা, হলো সংখ্যালঘু হিন্দু নির্যাতন
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয়স্থলের উপরে মৌলবাদীদের হামলা অব্যাহত। রাতের অন্ধকারে মন্দিরের ভিতর ঢুকে প্রতিমা ভাঙচুর করলো অজ্ঞাত মৌলবাদীরা(#SaveBangladeshiHindus)। ঘটনাটি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার অন্তর্গত ধর্মপুর গ্রামের।
জানা গিয়েছে যে, গত ৬ই মার্চ সকালে গ্রামের হিন্দু বাসিন্দারা দেখেন যে গ্রামের মধ্যে থাকা মা গঙ্গা দেবী মন্দিরের দরজা ভাঙ্গা। ভিতরে যেয়ে দেখেন মা গঙ্গা দেবীর প্রতিমা ভাঙ্গা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। দেবী প্রতিমার মাথা ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে রয়েছে।
পরে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনস্থলে আসে পুলিশও। তবে মৌলবাদীরা রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুর করার কারণে গ্রামের কেউই বলতে পারেননি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনযায়ী এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।