Translate

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু চিকিৎসককে গলা কেটে হত্যা করলো কট্টর মুসলিম গাড়ি চালক

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু চিকিৎসককে গলা কেটে হত্যা করলো কট্টর মুসলিম গাড়ি চালক

আবারো পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুকে হত্যার ঘটনা। এবার ডাক্তার ধরম দেব রাথিকে হত্যা করে সেই দেশের মৌলবাদী মুসলিম। মঙ্গলবার ধরম দেবের গাড়ির চালক হানিফ লেঘারি চুরি দিয়ে ওই ডাক্তারকে হত্যা করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, 

বুধবার অভিযুক্ত চালককে খয়েরপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম হানিফ লেঘারি।চিকিৎসকের বাবুর্চি পুলিশকে জানান, বাড়ি ফেরার পথে দু’জনের মধ্যে ঝগড়া হয়। বাড়ি পৌঁছানোর পর চালক রান্নাঘরের ভেতর থেকে ছুরি নিয়ে ওই চিকিৎসককে হত্যা করে। এরপর চিকিৎসকের গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।

ডঃ ধরম দেব রাঠি হায়দারাবাদ এলাকার একজন বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মহিলা শাখার প্রধান ফরিয়াল তালপুর হত্যার নিন্দা করেছেন এবং ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। তিনি ডাক্তারের পরিবারকে ন্যায়বিচারের আশ্বস্ত দিয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আপনাদের ক্লিক এই Website টি সচল রাখার অর্থ যোগাবে।