নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাদ সংখ্যালঘু আপরশি মারমা নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার
গত ২০ মার্চ সোমবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে আপরশি মারমা নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ। সোমবার রাতে উদ্ধারের পর ময়নাতন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আপরশি সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের আবদুস সালাম হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়।
শিক্ষার্থীরা জানান,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ছাদে আপরশির ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয় হয়। পরে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে হলের ডাইনিংয়ে রাতের খাবার খেতে গেলে বন্ধুবান্ধব ও বড় ভাইদের সঙ্গে তাকে হাসিখুশি দেখা গেছে বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।
সুধারাম থানার উপপরিদর্শক (এএসআই) মো. নাজিম উদ্দিন জানান,
ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।