Translate

BD News: মুসলিম ছেলেদের ইভটিজিং সইতে না পেরে হিন্দু ছাত্রীর আত্মহত্যা

'অনি রায়' নামে এই কিশোরীটি স্কুলের কোচিং শেষ করে বাড়ি ফেরার সময় সাকিব এবং আরো দুই বখাটে অনিকে তাড়া করে স্কুলের একটি রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করে এবং বিভিন্নভাবে ইভটিজিং করে। মারধর এবং নির্যাতনের শিকার অনি রায় রুম থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়। সে  ফুটেজও তার ভাই অর্ঘ্য রায়ের কাছে আছে। 

BD News: মুসলিম ছেলেদের ইভটিজিং সইতে না পেরে হিন্দু ছাত্রীর আত্মহত্যা

এরপর বাড়িতে এসে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে লজ্জায় অপমানে আত্মহত্যা করে যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকার কুয়েত প্রবাসী গৌতম রায়ের মেয়ে ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাত্র ১৩ বছর বয়সী সংখ্যালঘু হিন্দু ছাত্রী অনি রায়। মর্মান্তিক এবং হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে গত ২৭ তারিখ ২০২৩, সোমবার। 


যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী অনি রায়ের আত্মহত্যায় প্ররোচনাকারী সাকিব এবং অপর দুই অভিযুক্তের বিচারের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছেন গ্রামবাসী। বেলা ৩টার দিকে উপজেলা মোড়ে মহাসড়কে লাশ রেখে অবরোধ করেন তাঁরা। 

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুরা বলছেন যে,

এই মৃত্যু মেনে নেওয়া যায়না, বারবার বুকটা কেঁপে উঠছে নিষ্পাপ মেয়েটির দিকে তাকিয়ে! দেশটা কি মগের মুল্লুক হয়ে গেলো? তারা আমাদের যেভাবে পারছে নির্যাতন করেই যাচ্ছে, এতো কিছুর পরেউ সরকার ও প্রশাসন সুষ্ঠ বিচার দিতে পারেনি আমাদের। অনি রায়ের আত্মহত্যার প্ররোচনায় জড়িত সাকিব এবং অপর দুই সহযোগীর কঠিনতর সাজা চাই আমরা ধর্মীয় সংখ্যালঘু হিন্দুরা। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url