Translate

সমতলে যারা মুসলিম জাতীয়তাবাদী পাহাড়ে তারাই বাঙালি জাতীয়তাবাদী

জাতীয়তাবাদ বলতে কী বোঝায়

কলমে মুক্তমনা সুষুপ্ত পাঠকঃ 'জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মুসলমান' বললে বিষয়টা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টানদের কেমন লাগবে?  


বাংলাদেশে এতগুলো জাতি রয়েছে তাদেরকে বাঙালি বানিয়ে দেয়াটা 'সবাই মুসলমান হয়ে জন্ম নেয়' বলার মত। চঞ্চল চৌধুরী জাতিতে বাঙালি রাষ্ট্রীয় পরিচয়ে বাংলাদেশী। চঞ্চল লিখিত লাইনটি আমি অসাবধান বসাত বলে ধরে নিলাম। অথচ এটি বহু জাতিকে আহত করতে পারে।  


চঞ্চল এমন একটি দেশে বাস করেন সেখানে পাহাড়ের জমিজমা বাঙালি জাতীয়তাবাদের আগ্রাসনে দখল করা হয়। সেটা ফিলিস্তিনিদের জমি দখলের চেয়ে কম নয়। এদিকে চঞ্চল যে সম্প্রদায়ের থেকে এসেছেন সেই হিন্দুদের জমি দখলের পরিমাণ ইজরায়েল রাষ্ট্রের সমানসংখ্যক! 


সমতলে যারা মুসলিম জাতীয়তাবাদী পাহাড়ে তারাই বাঙালি জাতীয়তাবাদী। চঞ্চল চৌধুরীর মত সংস্কৃতিকর্মী এতখানি সচেতন না হলে আমাদের সর্বনাশের আর কিছু বাকী নেই।  


আমাদের সকলের জানা উচিত ধর্মীয় পরিচয় কোন জাতি পরিচয় নয়। যেমন হিন্দু মুসলমান খ্রিষ্টান বৌদ্ধ।  রাষ্ট্রীয় পরিচয়ও জাতি পরিচয় নয়। যেমন বাংলাদেশী, পাকিস্তানী, ভারতীয়। আমরা এই সিন্ধু সভ্যতার মানুষ, যারা বাইরে থেকে এসে শত শত বছর বসবাসের ফলে এই অঞ্চলের মানুষ হয়ে গেছেন তারা সহ সকলেই বৃহত্তর সাংস্কৃতিক পরিচয়ে "হিন্দু"। এরপর কেউ বাঙালি মারাঠি পাঠান চাকমা মারমা রাজপুত...  নৃতাত্ত্বিক জাতি পরিচয়। এরা যে রাজনৈতিক রাষ্ট্রে বসবাস করে তাদের সেই রাষ্ট্রের একটি পরিচয় হয় যা তার রাজনৈতিক পরিচয়। এটা ধর্মীয় পরিচয়ের মতই পরিবর্তনশীল। এই সহজে কথাগুলো আমার মত কম জ্ঞানী একজন মানুষকে কেন জ্ঞানী লোকজনদেরকে বারবার বলতে হয়?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url