Translate

ব্রিটেনে হিন্দু সহপাঠীদের ইসলামে ধর্মান্তরিত হতে জোড় করছে মুসলিম বন্ধুরা! রিপোর্টে দাবি ব্রিটিশ সংস্থার

Couple of Muslim friends convert Hindu schoolmates to Islam in Britain

ব্রিটেনের স্কুলগুলিতে United Kingdom Schools হিন্দু পড়ুয়াদের Hindu Students মুসলিম সহপাঠীরা ধর্মান্তরিত হতে চাপ দিচ্ছে বলে দাবি করেছে একটি ব্রিটিশ সংস্থার রিপোর্টে।


Henry Jackson Society নামে ওই সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে, স্কুলের হিন্দু সহপাঠীদের Hindu Classmates মুসলিম বন্ধুরা ধর্ম পরিবর্তনের কথা বলছে। তারা বলছে, ভালো জীবন পেতে ইসলাম ধর্ম গ্রহণ করতে। আর সেটা না করলে তাহলে নরকে যেতে হবে। এক্ষেত্রে কাফের বা বিধর্মীদের নরকে পাঠানোর বিষয়ে তারা সরাসরি হুমকি দিচ্ছেও বলেও অভিযোগ।


রিপোর্টে আরও বলা হয়েছে, অর্ধেক হিন্দু পড়ুয়াদের অভিভাবকরাই জানিয়েছেন, তাদের সন্তানরা স্কুলে হিন্দু বিরোধী মনোভাবের স্বীকার হয়েছে। আর এক শতাংশের কম স্কুলে গত পাঁচ বছরে হিন্দু বিরোধী কার্য়কলাপের অভিযোগ পাওয়া গেছে।


ল্যাচিয়েস্টারের মতো ব্রিটেনের অনেক জায়গায় স্কুলের মধ্যে হিন্দু সহপাঠীদের ধর্ম ও দেব-দেবীদের নিয়ে অবমাননাকর কথা বলা হচ্ছে বলে অভিযোগ। হিন্দুদের নিরামিষ খাবার নিয়েও কটাক্ষের শিকার হচ্ছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনকি, একজন হিন্দু কিশোরীর শরীরে গরুর মাংস ছুঁড়ে মারার অভিযোগও উঠেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url