BD News: নীলফামারীতে কালী মাতার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার মাদ্রাসা ছাত্র
Hindu temple attacked in Bangladesh
দেশে আবারো সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে ভাঙচুর করার ঘটেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের একটি কালী মন্দিরে। ঘটনায় স্থানীয়রা এক বালককে হাতেনাতে ধরে ফেলেন। গত ৪ এপ্রিল, মঙ্গলবার ঘটনাটি ঘটে।
জানা যায় যে,
গতকাল সকালে কাঁঠালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নীলসাগর এলাকায় থাকা কালী মাতার মন্দিরে হামলা চালায় এই বালক। মা কালীর প্রতিমা ভাঙচুর করে মাটিতে ফেলে দেয়। পরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়দের নজরে পড়ে এবং তাকে ধরে ফেলে।
জিজ্ঞাসাবাদে ওই বালক জানায় যে তাঁর নাম পারভেজ ইসলাম। তাঁর বাড়ি পাশের মীরগঞ্জ ইউনিয়নে। সে সেখানকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে বলে জানায়। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এলে ধৃতকে তাদের হাতে তুলে দেন স্থানীয়রা। এই সাম্প্রদায়িক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু তবুও এলাকার সংখ্যালঘু হিন্দুদের মাখে ক্ষোব বিরাজ করছে। তাদের প্রশ্ন, কেনো বার বার সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ধর্মীয় আচার অনুষ্ঠানে আক্রমন করেন।