Translate

BD News: ভেটখালী বাজারে প্রকাশ্যে হিন্দু সম্প্রদায়ের স্বর্ণের দোকানে লুটপাট

হিন্দু সম্প্রদায়ের স্বর্ণের দোকানে লুটপাট

গত ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা-শ্যামনগর উপজেলা ভেটখালী বাজারে সন্তোষ মনি জুয়েলার্সের মালিক দীনেশ রায়কে ফিল্ম স্টাইলে দোকান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করেছে একই ইউনিয়নের সোরা গ্রামের এশার আলী মোল্লার ছেলে আশরাফ মোল্লা৷ স্বর্ণলংকার ও নগদ টাকা লুট পাটের সময় দীনেশ রায় বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে আশরাফ ও তার সহযোগীরা৷ এ বিষয় দ্বীনেশ শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন। প্রায় ১২ লাখ টাকা লুটপাট করে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন আশরাফ মোল্লা।

দীনেশ জানান

তার ১ লাখ ২০ হাজার টাকা সহ মোট ১১ থেকে ১২ লাক্ষ টাকা লুটপাট করা হয়। আমি উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) নিকট থেকে পেরিফেরি জায়গায় বরাদ্দ পেয়েছিলাম৷ কিন্তু আজ আমাকে ঘর থেকে বের করে প্রকাশ্য দোকান থেকে বের করে লুটপাট করেছে।

আশরাফ মোল্লার কাছে জানতে চাইলে তিনি ঘর দখল সহ লুটপাট এর কথা স্বীকার করেন এবং বলেন

হ্যাঁ করেছি। মামলা মোকদ্দমা যা হয় হোক।

বাজার ব্যবস্থাপনা কমিটি সেক্রেটারির কাছে জানতে চাইলে তিনি বলেন

ঘটনাটি খুবই নেককার জনক।

স্থানীয় মেম্বর মনোরঞ্জন মিস্ত্রি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন

এটা সম্পূর্ণ অমানবিক ব্যাপার শ্যামনগর থানা পুলিশ ও শ্যামনগর জুয়েলার্স মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত দীনেশ রায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় একটি মামলা প্রস্তুতি চলছিল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url