BD News: গোপালগঞ্জে সংখ্যালঘু হিন্দু মেয়ে অপহরন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এসএসসি পরীক্ষার্থী সংখ্যালঘু হিন্দু মেয়েকে অপহরণ করছে রহমান মোল্লা নামে এক মুসলিম যুবক। মায়ের আর্তনাদ প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দেয়ার জন্য সবাই শেয়ার করুন। মেয়ের মা বলেন যে, অপহরনের দেড় মাস হবার পরেউ তার মেয়েকে উদ্ধার করার জন্য প্রসাশন কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছেনা। ঐ হিন্দু মেয়ের মা জানায় যে, মেয়ে প্রাইবেটে পড়াকালীন সময়ে রহমান মোল্লা তার দলবল নিয়ে প্রাইবেট কার করে এসে ঐ নাবালিকা হিন্দু মেয়েকে জোড় করে তুলে নিয়ে যায়। মেয়ের মা শেষে এও মন্তব্য করেন যে, "আমরা হিন্দু মানুষ বলে হিন্দুদের উপর হওয়া কোন অন্যায়ের বিচার হয়না"।
অভিযুক্ত মুসলিম যুবক রহমান মোল্লা পেশায় ট্রাক ড্রাইভার।