BD News: জুতা সেলাই না করে দেয়ার অপরাধে সংখ্যালঘু এক হিন্দুকে নির্যাতন
গত ২৯/০৩/২০২৩ইং তারিখ রোজ বুধবার নবীগঞ্জ পৌর এলাকার পিরোজপুর গ্রামের বাসিন্দা রবিন রবিদাস ও খোকন রবিদাস এর স্থানীয় ওসমানী রোডস্থ বাজারে একটি জুতা মেরামতের দোকান রয়েছে, উক্ত দোকানে পৌর এলাকার চরগাও গ্রামের বাসিন্দা বশির মিয়ার ছেলে জুয়েল মিয়ার জুতা মেরামত না করে দেওয়াকে কেন্দ্র করে রবিন রবিদাস ও খোকন রবিদাস এর উপর অমানবিক নির্মমভাবে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেন।
ঘটনার বিবরণে জানা যায় ওসমানী রোডস্হ নবীগঞ্জ থানা পয়েন্ট এ দীর্ঘ ২০ বছর যাবত জুতা মেরামতের কাজ করে আসছে বরিন রবিদাস ও খোকন রবিদাস গত ২৯.০৩ ২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় দিকে বাসন্তী পুজা করার জন্য রবিন রবিদাস ও খোকন রবিদাস দোকান বন্ধ করেন ঠিক তখনই জুয়েল মিয়া জুতা মেরামত করার জন্য আসে,রবিন রবিদাস ও খোকন রবিদাস উভয়েই কাজ না করার জন্য আপত্তি করে, এবং তারা বলে আমরা বাড়িতে পুজা করবো এখন কাজ করতে পারবো না, এক পর্যায়ে উভয়ের মধ্যেই কথার কাটাকাটি হয়, তর্কবিতর্ক চলাকালীন সময়ের মধ্যে জুয়েল মিয়া দোকানে কাজের জন্য রাখা হাতুরি ও হোন্ডেল নিয়ে তাদের দুই ভাইকে বেধড়ক মারধর করে মাথা রক্তাক্ত ও জখম করে,গুরুতর আহত অবস্থায় স্থানীয়ন লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।রবিন রবিদাস ও খোকন রবিদাসের মাথায় ২০ সেলাই লাগে।
উক্ত ঘটনায় দেশের সংখ্যালঘু হিন্দুরা ক্ষিপ্ত ও বিরক্ত। কারন দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বার বার নির্যাতন হওয়া সত্বেউ শুষ্ঠ বিচার পাচ্ছেন না সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুরা। অন্যদিকে প্রশাসনের লোকেরা বার বার হিন্দুদের নিজেদের সংখ্যালঘু না বলার জন্য উৎসাহিত করে, সংখ্যালঘু নির্যাতনকে আরও উস্কে দিচ্ছে।